কলকাতা: 'এবার আমি শান্তিতে মরতে পারব'। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই বললেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। কিন্তু কী এমন হল? ভয় পাবেন না। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে একটি সুখবর ভাগ করেছেন পরিচালক। তাঁর আগামী ছবি 'শেরদিল'-এর (Sherdil) জন্য গান রচনা করবেন গুলজার (Gulzar)। এই খবর পরিচালকের কাছে জয়ের থেকে কম কিছু নয়। তাই এমন অভিব্যক্তি আপ্লুত সৃজিতের। 


সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগে গুলজারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত মুখোপাধ্যায়। লিখেছেন, 'আমরা তাঁকে বেশ ভয়ে ভয়ে ছবিটি পাঠিয়েছিলাম। এরপর তিনি যখন বললেন যে ছবিটি তাঁর পছন্দ হয়েছে এবং এটির জন্য লিখতে চান, তখন এল আমার পরবর্তী 'বাকেট লিস্ট' মুহূর্ত, আশা ভোঁসলের সঙ্গে কাজ করার পরে, দ্বিতীয়টি তৈরি হয়েছিল। গুলজারসাব শেরদিলের জন্য টাইটেল গান লিখছেন। এখন আমি শান্তিতে মরতে পারি।'


 






টলিউডে একের পর এক ছক্কা হাঁকানোর পর এখন বলিউডে ব্যাট করতে নেমেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেখানে তাঁর একের পর এক কাজ মুক্তির অপেক্ষায়। সম্প্রতি তাপসী পন্নুর সঙ্গে 'সাবাশ মিঠু'র ডাবিং শেষ করে ফেলেছেন পরিচালক। এর আগে তাঁর 'বেগম জান' ছবিতে গান গেয়েছিলেন আশা ভোঁসলে। 


আরও পড়ুন: Ranbir-Shraddha Movie: পিছিয়ে গেল রণবীর-শ্রদ্ধা অভিনীত ছবির মুক্তির তারিখ


'শেরদিল' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন নীরজ কবি, পঙ্কজ ত্রিপাঠী, সায়নী গুপ্তের মতো অভিনেতারা। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ছবিটি। বুধবার দুপুরে পরিচালকের এমন খবরে অনুরাগীরাও বেজায় খুশি।