ওই বার্তায় সচিন ঘুরিয়ে ফিরিয়ে শাহরুখের বিভিন্ন ছবির নাম ব্যবহার করেছেন। দেখুন, শাহরুখের সেই জনপ্রিয় ভিডিও ও তার সঙ্গে সচিনের টুইট।
সচিন-ভক্ত শাহরুখও মাস্টার-ব্লাস্টারের কমেন্ট পেয়ে খুব খুশি। শাহরুখ লিখেছেন, "বন্ধু, হেলমেট পরে অন ড্রাইভ, অফ ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ করা তোমার থেকে বেশি ভাল কে শেখাবে! আমি আমার নাতি-নাতনিদের বলব, আমি আমার ‘ড্রাইভিং’ এর শিক্ষা পেয়েছি মহান সচিন তেন্ডুলকরের কাছ থেকে। খুব শিগগিরি দেখা হবে, মাছের কারি খাওয়া যাবে। ধন্যবাদ।"
ওই ভিডিওতে শাহরুখ তাঁর প্রথম ছবি ‘দিওয়ানা’র এন্ট্রি সিনটা রিক্রিয়েট করেন। সেই সঙ্গে এতবছর ধরে নিজেদের হৃদয়ে শাহরুখকে জায়গা দেওয়ার জন্য ধন্যবাদ জানান ও নিরাপদে গাড়ি চালানোর আর্জি জানান।