লিডস: টানটান উত্তেজনার ম্যাচে দু’বল বাকি থাকতে আফগানিস্তানকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকল পাকিস্তান। জয়ের নায়ক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তিনি প্রথম বল হাতে জোড়া উইকেট নেওয়ার পর চাপের মুখে ব্যাট করতে নেমে ৪৯ রানে অপরাজিত থাকেন। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ইমাদ। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলে ৪ নম্বরে পাকিস্তান। সেমিফাইনালে যেতে গেলে শেষ ম্যাচে শুধু বাংলাদেশকে হারালেই হবে না, অন্য ম্যাচগুলির ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে সরফরাজ আহমেদের দলকে।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২২৭ রান করে আফগানিস্তান। আসগর আফগান ও নাজিবুল্লাহ জর্দান ৪২ রান করেন। ওপেনার রহমত শাহ করেন ৩৫ রান। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৪৭ রান দিয়ে ৪ উইকেট নেন। ওয়াহাব রিয়াজ নেন জোড়া উইকেট।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই ফকর জামানের (০) উইকেট হারায় পাকিস্তান। তবে অপর ওপেনার ইমাম-উল-হক (৩৬), বাবর আজম (৪৫) ও ইমাদের অপরাজিত ইনিংসের সুবাদে জয় পায় পাকিস্তান।
ইমাদ ওয়াসিমের অসাধারণ লড়াই, আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল পাকিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
29 Jun 2019 10:38 PM (IST)
৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলে ৪ নম্বরে পাকিস্তান।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -