মুম্বই: বলিউড অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক প্রয়াণে চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। আর মায়ের আচমকা এই চলে যাওয়াটা সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে পরিবারকে। তাঁর বড় মেয়ে জাহ্নবিকে। চলতি বছরেই কর্ণ জোহরের ধড়ক সিনেমায় শাহিদ কাপূরের ভাই ইশান খট্টারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন জাহ্নবি।
ধড়ক-এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। তবে স্বাভাবিকভাবেই অনুমান করা কঠিন নয় যে, শ্রীদেবী মেয়ের এই অভিষেক সিনেমার দিকে উত্সুক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত রূপোলি পর্দায় মেয়ের অভিষেক দেখে যেতে পারলেন না শ্রীদেবী।
একটা সময় বলিউডে সাফল্যের তুঙ্গে উঠেছিলেন শ্রীদেবী। হিন্দি সিনেমা জগতে নিজের একটা স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। মায়ের পদাঙ্ক অনুসরণ করে মেয়ে জাহ্নবিও সিনেমা জগতে পা রাখতে চলেছেন। আর কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহুর্তটা মা শ্রীদেবী দেখে যেতে পারলেন না। মায়ের মৃত্যুর অপূরণীয় ক্ষতির সঙ্গে এই আক্ষেপ জাহ্নবি কোনওদিনই ভুলতে পারবেন না।
এ রকমই দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপূরের প্রথম পত্নীর ছেলে অর্জুন কাপূরও। তাঁর প্রথম সিনেমা ইশকজাদে-র মুক্তির কয়েকদিন আগে অর্জুনের মায়ের মৃত্যু হয়েছিল। এবার জাহ্নবিও তাঁর অভিষেক সিনেমার আগেই মাকে হারালেন।
জাহ্নহি ও খুশির সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই সত্ ভাই অর্জুনের। শ্রীদেবীর সঙ্গেও সম্পর্কের সমীকরণ ভালো ছিল না তাঁর।
শ্রীদেবী তাঁর দুই মেয়েকে নিয়েই বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে যেতেন। মেয়েদের বলিউডে কেরিয়ারের পথ তিনিই প্রশ্বস্ত করেছেন, এ কথা অস্বীকার করার কোনও উপায়ই নেই।
সৎ ভাই অর্জুনের মতোই প্রথম সিনেমা মুক্তির আগে মাকে হারালেন শ্রীদেবী কন্যা জাহ্নবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Feb 2018 02:32 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -