নয়াদিল্লি: মাত্র ৫৪ বছরে প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। হিন্দি সিনেমায় নিজস্ব ধারা তৈরি করেছিলেন তিনি। বলিউডের প্রথম মহিলা সুপারস্টারের তকমা তাঁকেই দেওয়া হয়েছিল। এর আগে নায়কদেরই সুপারস্টার বলা হত। কিন্তু শ্রীদেবীর স্টারডম এমন পর্যায়ে পৌঁছেছিল যে কেরিয়ারের সেরা সময়ে তিনি হিরোদেরও টক্কর দিতেন।
তাঁর প্রয়াণে শোকের ছায়া সিনেমা মহলে। ফিল্ম জগতের তারকারা শ্রীদেবীর প্রয়াণে তাঁদের শোক প্রকাশ করেছেন। কমল হাসনও শ্রীদেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করতে গিয়ে স্মৃতিতে ডুবে গেলেন। ট্যুইট বার্তায় শ্রীদেবীর সহ অভিনেতা কমল লিখেছেন, আমি শ্রীদেবীর একজন কিশোরী থেকে দুরন্ত মহিলা হয়ে ওঠার সাক্ষী। তাঁর স্টারডমের হক ছিল। তাঁর সঙ্গে কাটানো খুশির মুহূর্তগুলি আমার মনে আছে। এই স্মৃতির মধ্যে রয়েছে তাঁর সঙ্গে আমার প্রথম পরিচয়ও। সদমা সিনেমার সেই ঘুম পাড়ানি গান আমার বারবার মনে পড়ছে। আমরা তাঁকে চিরদিন মনে রাখব।
উল্লেখ্য, ১৯৮৩-র সদমা সিনেমায় কমল হাসান ও শ্রীদেবী একসঙ্গে অভিনয় করেছিলেন। সিনেমায় একটি দৃশ্যে কমল হাসানকে 'সুরমাই আঁখিয়োঁ মে' গান গেয়ে শ্রীদেবীকে ঘুম পাড়াতে দেখা গিয়েছিল।