মুম্বই: ২১ বছর পর পরিচালনায় ফিরেছেন মহেশ ভট্ট। সড়ক ছবির সিক্যোয়েল ‘সড়ক ২’-এর হাত ধরে। গতকাল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। তারপর থেকেই টপ ট্রেন্ড। টুইটারে ‘হ্যাশট্যাগথ্রিলডবাইসড়কটু’-তে প্রতিক্রিয়া জানিয়েছেন বহু দর্শক।
তবে ছবি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ড থাকলেও, দর্শকদের মন জয় করতে পারেনি এই সিক্যোয়েল। আইএমবিডি-র তালিকায় রেটিং একেবারে নীচের দিকে। ১০-এর মধ্যে মাত্র ১.২ পেয়েছে ছবিটি।
আলিয়া ভট্টের প্রতিশোধ নেওয়ার কাহিনী ঘিরে ছবি আবর্তিত হয়েছে। তাঁকে সাহায্য করেছেন সঞ্জয় দত্ত। ১৯৯১ সালের সড়ক ছবিতে ট্যাক্সি চালকের ভূমিকায় ছিলেন সঞ্জয় দত্ত। গডম্যানের চরিত্রে এই ছবিতে দেখা যাবে মকরন্দ দেশপাণ্ডে। আলিয়ার প্রেমিকের চরিত্রে রয়েছেন আদিত্য রায় কপূর। ছবিতে রয়েছেন মহেশ ভট্টের বড় মেয়ে পূজা ভট্টও। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে যীশু সেনগুপ্ত।
১২ অগস্ট ছবিটির ট্রেলর মুক্তি পায়। সেটিও বিশ্বের সবচেয়ে অপছন্দের ভিডিও তালিকায় তৃতীয় স্থানে জায়গা পায়। ছবি মুক্তির আগেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের গাওয়া তুম সে হি পোস্ট করেন আলিয়া। কিন্তু সেই গানটিও দর্শকদের রোষানলে থেকে বাদ পড়েনি। ৩২ হাজারের বেশি ডিসলাইক পায় গানটি। লাইকের সংখ্যা ছিল মাত্র ১৭ হাজার।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই ভট্ট পরিবারের একাধিক সদস্যকে ট্রোলড হতে হয়েছে। এমনকি পূজা, আলিয়াকে খুন-ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই হুমকি পাওয়ার পর নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করে দেন পূজা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রেটিং মাত্র ১.২, দর্শকদের মন জয়ে ব্যর্থ সড়ক ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Aug 2020 09:19 PM (IST)
গতকাল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -