শ্রীদেবীর এই আকস্মিক প্রয়াণে শোকাহত বলিউড, অনুরাগীরা। বেশ কিছুদিন বলিউড থেকে দূরে ছিলেন। ২০১২-তে 'ইংলিশ ভিংলিশ' সিনেমার মাধ্যমে ফের বড়পর্দায় কামব্যাক ঘটে তাঁর।
গত বছরই মুক্তি পেয়েছিল তাঁর সিনেমা 'মম'। এই সিনেমায় প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। শ্রীদেবীকে শেষ যে সিনেমায় দর্শকরা অভিনয় করতে দেখবেন তা হল আনন্দ এল রাইয়ের পরিচালিত আগামী সিনেমা 'জিরো'।
শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা অভিনীত এই সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শ্রীদেবীকে। এই সিনেমায় তাঁর ছোট একটা দৃশ্য রয়েছে। গত বছর এই ভূমিকায় তিনি শ্যুটিং করেছিলেন। উল্লেখ্য, এই সিনেমায় বেশ কয়েকজন নামী অভিনেত্রীর ক্যামিও রয়েছে। শ্যুটিংয়ের সময় শাহরুখ তাঁর ইন্সটাগ্রাম পেজে শ্রীদেবীর সঙ্গে একটা ছবি শেয়ার করেছিলেন।