গত রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ চলাকালীন সইফ ও আলাইয়ার একটি ছবি ট্যুইট করেছেন পূজা।
ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘লন্ডনে বিশ্বকাপের ম্যাচ চলাকালে আমার মেয়ে আলাইয়া ও সইফ আলি খান। ওর অভিষেক সিনেমা জওয়ানি জানেমনের একেবারে সঠিক শুরু। সইফ ওর বাবার ভূমিকায় অভিনয় করছে..আর এই শ্যুট ছিল পিতৃদিবসে। সুন্দর শুরুর জন্য শুভকামনা’।
এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটছে আলাইয়ার। নিতিন কক্কর পরিচালিত এই সিনেমা রোমান্টিক কমেডি। এতে দেখা যাবে টব্বুকেও।
আগামী ২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে।