কলকাতা: গুরুতর আহত সেফ আলি খান (Saif Ali Khan) ভর্তি রয়েছেন লীলাবতী হাসপাতালে। গুরুতরভাবে আহত তিনি। চলছে চিকিৎসা। হাসপাতালে কেমন আছেন 'ছোটে নবাব'? কী কী নিয়ম মেনে চলতে হচ্ছে তাঁকে? তাঁর সঙ্গে দেখা করার অনুমতিই বা পাচ্ছেন কারা কারা? হাসপাতাল সূত্রে এবার প্রকাশ্যে এল সেই সমস্ত তথ্য। 

জানা যাচ্ছে, এখন অনেকটাই ভাল রয়েছেন সেফ আলি খান। তবে মূলত পিঠের ক্ষতের জন্য তাঁকে সাবধানে থাকতে হচ্ছে। তাঁর পিঠে গুরুতরভাবে ছুরিকাঘাত লাগে। প্রায় শিরদাঁড়া ছুঁয়ে ফেলে ছুরির ফলা। বেরোতে থাকে ফ্লুইড। সেফ হাসপাতালে যাওয়ার পরে তড়িঘড়ি অস্ত্রোপচার করে সেই ভাঙা ছুরির অংশই বের করা হয়। বন্ধ করা হয় শিরদাঁড়া থেকে বেরনো ফ্লুইড। চিকিৎসকদের কাছ থেকে জানা যাচ্ছে, ক্ষত যদি আরও গভীর হত, তাহলে পাকাপাকিভাবে ক্ষতি হতে পারত সেফের। সেই পরিণতি থেকে বেঁচে গিয়েছেন অভিনেতা। তাঁর ঘাড়ে ও হাতেও ক্ষত রয়েছে। আপাতত হাসপাতালে অল্পসল্প হাঁটলেও মূলত বিশ্রামই নিতে হচ্ছে অভিনেতাকে। তাঁর পিঠের ক্ষত থেকে ফের রক্তক্ষরণ বা সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 

হাসপাতাল সূত্রে খবর, অভিনেতা নিজের হাতেই খাচ্ছেন। অল্পবিস্তর হাঁটাচলা করছেন। তবে মূলত রয়েছেন বেডরেস্টেই। সবকিছু ঠিক থাকলে, আগামী ২১ জানুয়ারি অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে বাড়িতে থাকলেও তাঁকে মূলত থাকতে হবে বিশ্রামে। এখনই কাজে যোগ দেওয়া চলবে না। শরীর একটু সুস্থ হলে তারপরেই তিনি ফিরতে পারবেন কাজে। এখন সেফের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না সবাইকে। কাছে যেতে পারছেন কেবল তাঁর মা শর্মিলা ঠাকুর, স্ত্রী করিনা কপূর খান ও পরিবারের একান্ত ঘনিষ্ঠ সদস্যরা। 

গত ১৬ জানুয়ারি, নিজের বাড়িতেই হামলার শিকার হল সেফ আলি খান। এক আততায়ী ৬ বার ছুরিকাঘাত করে তাঁকে। জানা যাচ্ছে, জেহ-কে বাঁচাতে গিয়েই আহত হন সেফ। এরপরে তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় হাসপাতালে। পিঠ থেকে বের করা হয় ছুরির ফলা। এখনও পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। তাঁকে সদ্যই আইসিইউ বেড থেকে ব্যক্তিগত কেবিনে স্থানাস্তর করা হয়েছে।

আরও পড়ুন: Saif Ali Khan Case Update: পেশায় হোটেলের ওয়েটার, সেফের ওপর হামলার ঘটনায় ১ ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ