মুম্বই: সদ্যোজাত সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে বিতর্কের জেরে নাম বদলানোর কথা ভেবেছিলেন সইফ আলি খান। কিন্তু করিনা আপত্তি জানান। শেষপর্যন্ত আর নাম বদলাননি সইফ। তবে তিনি জানিয়েছেন, ছেলে স্কুলে সবার কাছে অপ্রিয় হোক, সেটা তিনি চান না। তাই তৈমুরের বয়স এক বা দু বছর হওয়ার পরেও তিনি নাম বদল করতে পারেন।

গত ২০ ডিসেম্বর জন্ম হয় সইফ-করিনার ছেলের। তার নাম তৈমুর রাখা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা হয়েছে। মোঙ্গল শাসক তৈমুর লংয়ের কথা উল্লেখ করে বহু মানুষ নাম বদলের দাবি জানান। সইফ জানিয়েছেন, সমালোচনার জেরেই ছেলের নাম বদলের কথা ভেবেছিলেন তিনি। তবে শেষপর্যন্ত সিদ্ধান্ত বদল করেন।