কলকাতা: আগামী ছবির শ্যুটিং শুরু করলেন জুনিয়র এনটিআর (NTR Jr)। জাহ্নবী কপূরের (Janhvi Kapoor) সঙ্গে এবার জুটি বাঁধছেন তিনি। ছবির নাম 'এনটিআর ৩০' (NTR 30)। আর এই ছবি নিয়েই প্রকাশ্য়ে এল নতুন তথ্য় জানা যাচ্ছে, এই ছবি জুনিয়র এনটিআর (NTR Jr)। জাহ্নবী কপূরের (Janhvi Kapoor) পাশাপাশি দেখা যাবে সইফ আলি খানকে। তবে কোন চরিত্রে অভিনয় করবেন সইফ তা এখনও জানা যায়নি।

Continues below advertisement

প্রসঙ্গত, কোরাতালা শিবার (Koratala Siva) পরিচালনায় এই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor) ও দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। এই ছবির হাত ধরেই তেলুগু ইন্ডাস্ট্রিতে (Telugu Industry) ডেবিউ করতে চলেছেন শ্রীদেবী কন্যা। 

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করছেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে 'এনটিআর ৩০'-এর সেটে পৌঁছচ্ছেন অভিনেতা, এবং পরিচালকের সঙ্গে কথা বলছেন। এই ভিডিও ঝলক শেয়ার করেন 'আর আর আর' অভিনেতা লেখেন, 'কোরাতালা শিবার সঙ্গে ফের এক সেটে ফেরার আনন্দই আলাদা!' ভিডিও ক্লিপের শুরুতে অভিনেতাকে বলতে শোনা যায়, 'আমি আসছি।'

Continues below advertisement

আরও পড়ুন...

বাবাকে নিয়ে গর্বিত বঙ্গতনয়া সুস্মিতা সেন, আবেগঘন পোস্ট শেয়ার অভিনেত্রীর

ভারতের বিস্মৃত উপকূলীয় অঞ্চলগুলি হল কোরাতালা শিবার এই হাই-অকটেন অ্যাকশন ফিল্ম 'এনটিআর 30'-এর প্রেক্ষাপট৷ ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় টেকনিশিয়ানরা (technician) এই ছবির জন্য একত্রিত হচ্ছেন। 'জনতা গ্যারাজ' ছবির পর ফের এই ছবিতে একসঙ্গে কাজ করছেন কোরাতালা শিবা ও জুনিয়র এনটিআর। হায়দরাবাদে মুহুরতের পুজোর সময় পরিচালক কোরাতালা শিবা তাঁর অনুরাগীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 'এনটিআর ৩০' হবে তাঁর সবচেয়ে বড় এবং সেরা চলচ্চিত্র। মুহুরতে উপস্থিত ছিলেন এস এস রাজামৌলি, ভূষণ কুমার, প্রকাশ রাজ, মণি রত্নম, প্রশান্ত নীল, নবীন ইয়েরনেনি, শ্যামপ্রসাদ রেড্ডি, সুধাকরের মতো তাবড় ব্যক্তিত্বরা। আপাতত ছবিটি ২০২৪ সালের ৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা। 

উল্লেখ্য়, চলতি বছরে একের পর এক আন্তর্জাতিক খ্যাতি ভারতে এনে দিচ্ছে রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু'। এই গানের হাত ধরেই ভারতে প্রথম 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড' আসে। এরপর এই গান অস্কারও পায়। দুই পুরস্কারই 'বেস্ট অরিজিন্যাল সং' বিভাগে। তবে এই দুটিই শুধু নয়, মোট ৬টি পুরস্কার পেয়েছে এই গান। 'জর্জ ফিল্ম ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড', 'দ্য ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড', 'দ্য অনলাইন ফিল্ম ক্রিটিক্স সোসাইটি অ্যাওয়ার্ড' ও 'হিউস্টন ফিল্ম ক্রিটিক্স অ্যাওয়ার্ড'ও পেয়েছে এই গান। তবে সেই উদযাপন মিটিয়ে ফের নতুন কাজে মন দিলেন এনটিআর।