মঙ্গলবার মোদি মুম্বইয়ে ছিলেন, বলিউডের নানা সমস্যা নিয়ে প্রযোজক, অভিনেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তিনি দিনভর ব্যস্ত থাকায় তাঁর সঙ্গে দেখা করেননি বলে জানান সায়রা বানু। তবে লেখেন, শুনেছি, ওনার দপ্তর থেকে বিষয়টি খোঁজ নিয়ে দেখতে বলা হয়েছে। দরকার হলে দিল্লিতে ওনার সঙ্গে দেখা করব। কীভাবে এগব জানি না, তবে এগবই।
তিনি ৯৬ বছর বয়সি প্রবাদপ্রতিম অভিনেতা ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে তাদের সম্পত্তি হারানোর আশঙ্কা দূর করার চেষ্টা করবেন বলে সোমবার জানিয়েছিলেন ফঢ়নবিশ।
চলতি বছরের গোড়ায় ভোজওয়ানির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সায়রা বানু।
প্রবীণ অভিনেতার বাংলো জবরদখলের চেষ্টার অভিযোগে ওই বিল্ডারের বিরুদ্ধে মামলা রুজু করে মুম্বই পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা। তারপর সেই শাখার একটি দল বান্দ্রায় ভোজওয়ানির বাসভবনে হানা দেয়, সেখান থেকে ছোরা, কুঠার সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। গত এপ্রিলে তাঁকে গ্রেফতার করা হয়। তবে পরে জামিনে ছাড়া পান তিনি।