পারথ: পারথ টেস্টে লজ্জাজনক হারের পর ঘরোয়া ক্রিকেট মহলে বিরাট কোহলির স্পিনার না নিয়ে চার ফাস্ট বোলার খেলানোর সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। কাঠগড়ায় তোলা হয়েছে কোচ রবি শাস্ত্রীকেও। উল্টোদিকে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ন দারুণ সাফল্য পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে।
এবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের দল বাছাইয়ের সিদ্ধান্তে ‘হতবাক’ প্রাক্তন ক্রিকেট তারকা সুনীল গাওস্কর বলেছেন, দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেখছি, দল বাছাইয়ে মহাভুল হয়ে চলেছে। এতে দলের ক্ষতি হয়েছে। দল হেরেছে। ঠিকঠাক প্লেয়ার বাছাই হলে হারা ম্যাচগুলিতে ভারতীয় টিম জিততে পারত। টিমের কম্বিনেশন খতিয়ে দেখা উচিত ম্যানেজমেন্টের। যেখানে যেখানে ফাঁকফোকর আছে, সেখানে সঠিক লোককে দিয়ে তা পূরণ করতে হবে। এটা করতে পারলে অবশ্যই পরের দুটো ম্যাচে জয় সম্ভব, কিন্তু যদি জয় না আসে, তাও এমন একটা অস্ট্রেলিয়া টিমের বিরুদ্ধে যাদের স্টিভ স্মিথ বা ডেভিড ওয়ার্নার নেই, তাহলে নির্বাচকদের অবশ্যই ভেবে দেখা উচিত, এই ক্যাপ্টেন, কোচ, সাপোর্ট স্টাফদের রেখে সত্যিই কোনও লাভ আছে কিনা।
বিরাট বড় আয়তনের দল বাছাইয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট টিমের ওপেনার। তিনি বলেছেন, আমার জানার ইচ্ছা হয়, কে ১৯ জন খেলোয়াড় পাঠানোর সম্মতি দিয়েছেন? তাহলে আরও ৩ জনকে পাঠানো যেত না? বিসিসিআইয়ের প্রচুর পয়সা, ৪০টা প্লেয়ার পাঠানোর ক্ষমতাও তার আছে। তবে আমার মত হল, ভারতীয় দলের টুপি, ব্লেজারের আর একটু বেশি দাম হওয়া উচিত। ১৯ জন প্লেয়ারকে উড়িয়ে নিয়ে গিয়ে নির্বাচক কমিটি তার দায়িত্ব ঠিকঠাক পালন করেনি বলেই মনে হয়। বেশ কয়েকজন প্লেয়ার দেশে ফিরে ঘরোয়া ক্রিকেট খেলুন না, তাতে শুধু ঘরোয়া ক্রিকেটের লাভই হবে না, তার মানই বাড়বে না, টেস্ট ম্যাচে যে ছেলেদের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই, তারাও হারানো ফর্ম ফিরে পাওয়ার সুযোগ পাবে, নিজেদের প্রমাণ করে টেস্ট দলে ঢোকার দাবি করতে পারবে।
সবার আগে ওপেনার কে এল রাহুলের দেশে ফেরা উচিত বলে অভিমত গাওস্করের। তিনি বলেছেন, যদি না কোনও প্লেয়ার চোট-আঘাত পায়, তবে বাকি দুটো টেস্টে ওর খেলার কোনও সম্ভাবনাই নেই। ও বরং দেশে ফিরে কর্নাটকের হয়ে রঞ্জি খেলুক। ও শুধু ফর্মই হারায়নি, কিছু করতেই পারছে না, সবাই সেটা দেখছেন। আমায় ও ভুলও প্রমাণ করতে পারে এবং ভারতীয় দলের যদি লাভ হয়, তবে ভুল প্রমাণিত হয়েও খুব খুশি হব।