মুম্বই: কয়েকদিন আগেই উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু (Saira Banu)। চিকিৎসকরা জানিয়েছিলেন যে, তিনি কিছু হৃদরোগ সংক্রান্ত সমস্যায় ভুগছেন। এবং সেই কারণেই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তবে, অবশেষে স্বস্তির খবর পাওয়া গেল। জানা যাচ্ছে, এখন ভালো আছেন সায়রা বানু। শুধু তাই নয়, হাসপাতাল থেকে তাঁকে ছুটিও দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেক ভালো রয়েছে বলে জানা যাচ্ছে।


গত ২৮ অগাস্ট উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন সায়রা বানু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিএইতেও স্থানান্তরিত করতে হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন যে, তাঁর হৃদরোগের সমস্যা রয়েছে এবং দ্রুত অ্যাঞ্জিওগ্রাফি করা প্রয়োজন। কিন্তু ৭৭ বছরের বর্ষীয়ান অভিনেত্রী অ্যাঞ্জিওগ্রাফি করাতে রাজি হননি। সংবাদ সংস্থা পিটিআইকে তেমনটাই জানিয়েছিলেন হিন্দুজা হাসপাতালের এক চিকিৎসক। সম্প্রতি অভিনেত্রীর পরিবারের ঘনিষ্ট ফয়জাল ফারুকি টুইট করে অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'সকলের প্রিয় সায়রা জী এখন ভালো আছেন। তিনি হাসপাতাল থেকে বাড়িও ফিরে এসেছেন। চিকিৎসকরা তাঁকে এখন বিশ্রাম নিতে বলেছেন।' বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতায় তাঁর অনুরাগীরা যেভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন এবং তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা করেছিলেন, তার জন্য অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন ফয়জাল ফারুকি। 


প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বয়সজনিত কারণে অসুস্থ থাকার পর চলতি বছরের ৭ জুলাই প্রয়াত হন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমার। অভিনেতার অসুস্থতার সময় তাঁর সমস্তরকমের দেখভাল করেছিলেন স্ত্রী সায়রা বানু। জানা গিয়েছিল, দিলীপ কুমারের প্রয়ানের পর থেকেই অবসাদগ্রস্থ হয়ে পড়েন তিনি। তিনি ভালো করে ঘুমোতেন বলেও জানা যায়। 


১৯৬১ সালে শাম্মি কপূরের বিপরীতে 'জংলি' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় সায়রা বানুর। এরপর একে একে 'ঝুক গয়া আসমান', 'আয়ি মিলন কি বেলা', 'পেয়ার মহব্বত', 'ভিক্টোরিয়া নং ২০৩', 'আদমি অউর ইনসান', 'সাগিনা মাহাতো' এবং আরও অনেক ছবিতে অভিনয় করেন তিনি।