মুম্বই: কোভিডকালে (Corona) জৈব সুরক্ষা বলয়ের অনুশাসন সামান্য শিথিল করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। তাও পিছু ছাড়েনি করোনা। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা (Aus vs SL) সিরিজে আয়োজক দেশ শ্রীলঙ্কার একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের আগে করোনা আক্রান্ত হন রোহিত শর্মাও (Rohit Sharma)। যে কারণে সেই ম্যাচে খেলাই হয়নি ভারত অধিনায়কের। রোহিতের পরিবর্তে সেই টেস্টে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।


করোনা যাতে সিরিজের মাঝপথে ধাক্কা না দেয়, সেই জন্য আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) ওয়ান ডে সিরিজের সব ম্যাচ একই কেন্দ্রে করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।


ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলে বিলেত থেকেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। নিকোলাস পুরানদের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। সেই তিনটি ম্যাচই হবে পোর্ট অফ স্পেনে।


ওয়ান ডে সিরিজের সূচি:


প্রথম ওয়ান ডে, ২২ জুলাই - পোর্ট অফ স্পেন


দ্বিতীয় ওয়ান ডে, ২৪ জুলাই - পোর্ট অফ স্পেন


তৃতীয় ওয়ান ডে, ২৭ জুলাই - পোর্ট অফ স্পেন


ওয়ান ডে সিরিজের জন্য দলও ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli)। নেই কে এল রাহুলও (KL Rahul)। তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখনও সেরে উঠতে সময় লাগবে। রোহিতের অনুপস্থিতিতে দলের অধিনায়ক করা হয়েছে শিখর ধবনকে। যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও রয়েছেন।


করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে খেলতে না পারলেও ইংরেজদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে রোহিতই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। তবে সদ্য করোনামুক্ত রোহিতের ওপর যাতে অতিরিক্ত ধকল না পড়ে, সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সঙ্গে হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকেও বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ছন্দে থাকা দীপক হুডাকে ওয়ান ডে-র দলেও রাখা হয়েছে।


আরও পড়ুন: চেন্নাই, কেরলকে টেক্কা! ধোনির জন্মদিনে ৪১ ফুট কাট আউট, সঙ্গে বাইক র‍্যালি