কলকাতা: মোহিত সুরির নতুন ছবি ছবি 'সাঁইয়ারা'-র কথা ফিরছে মানুষের মুখে মুখে। ১০ দিনে এই সিনেমাটা বক্সঅফিসেও বেশ ভাল প্রভাব ফেলেছে। ভেঙেছে একের পর এক রেকর্ড। ছবি মুক্তির পরে মাত্র ১০ দিন হয়েছে, আর এই বছরের সবচেয়ে বড় ছবির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'সাঁইয়ারা'। ভারতে ২০০ কোটির বেশি এবং বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি। এখনও বেশ অনেকটাই ব্যবসা করার সুযোগ রয়েছে সিনেমাটির কারণ এখনও মানুষ ছবিটি দেখতে হচ্ছেন। কিন্তু এখন এই ছবিটির হাতছানি আরও একটি রেকর্ড করার। সেই সুযোগটি হল বলিউডের সবচেয়ে বড় রোমান্টিক হিট হওয়ার। এই রেকর্ডটি এখনও পর্যন্ত শাহিদ কাপূরের ছবি 'কবীর সিং' (Kabir Singh)-এর দখলে। দেখে নেওয়া যাক, 'কবীর সিং' -এর রেকর্ড ছোঁয়ার জন্য 'সাঁইয়ারা'-কে আর কতটা পথ পেরোতে হবে?

'সাঁইয়ারা'-র বক্স অফিস কালেকশন

অফিসিয়াল তথ্য অনুযায়ী, 'সাঁইয়ারা' প্রথম সপ্তাহে ১৭৫.২৫ কোটি টাকা আয় করেছে। এরপর, অষ্টম দিনে ১৮.৫০ কোটি এবং নবম দিনে ২৭ কোটি টাকা আয় করে মোট ২২০.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে, আজ অর্থাৎ দশম দিনে সকাল ১০:১৫ পর্যন্ত এই সংগ্রহ ২৮.৯ কোটি টাকা হয়েছে এবং এর সঙ্গে 'সাঁইয়ারা' ২৪৯.৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে। উল্লেখ্য, আজকের কালেকশন সংক্রান্ত তথ্য চূড়ান্ত নয়। এতে কিছুটা এদিক ওদিক হতে পারে।

এখনও পর্যন্ত 'কবীর সিং'-এর দখলে এই রেকর্ড

শাহিদ কাপূর (Shahid Kapoor) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'কবীর সিং' ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। ফিল্মটি স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে ২৭৮.৮০ কোটি এবং বিশ্বজুড়ে ৩৭৭ কোটি টাকার ব্যবসা করেছে। গত ৬ বছর ধরে বক্স অফিস কালেকশনের দিক থেকে এটি বলিউডের সবচেয়ে সফল রোমান্টিক ছবি হওয়ার রেকর্ড ধরে রেখেছে। তবে 'সাঁইয়ারা' দেখে অনেকে মনে করছেন, এবার 'কবীর সিং'-এর রেকর্ড ভাঙল বলে..

'সাঁইয়ারা' ভাঙবে 'কবীর সিং'-এর ৬ বছর আগের রেকর্ড?

অহন পান্ডে এবং অনীত পাড্ডার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবিটি বিশ্বজুড়ে ৯ দিনে ৩২৬.৭০ কোটি টাকা আয় করেছে। আজকের গোটা দেশের কালেকশন যোগ করলে এটি ৩৫৫ কোটির উপরে পৌঁছায়। অর্থাৎ শাহিদ কাপূরের ছবির বিশ্বব্যাপী রেকর্ড ভাঙতে ছবিটিকে এখনও প্রায় ২২ কোটি টাকা আয় করতে হবে। অন্যদিকে, ভারতে ছবিটির এখন পর্যন্ত আয় দেখলে 'কবীর সিং'-এর রেকর্ড ভাঙতে এটিকে আরও প্রায় ৩০ কোটি টাকা আয় করতে হবে। ছবিটির হাতে আজ থেকে ১লা অগাস্ট পর্যন্ত সময় আছে, এই সময়ে ছবিটি একচেটিয়া ব্যবসা করবে প্রেক্ষাগৃহে।

 

 

সবচেয়ে অবাক করার মতো বিষয় হল,, সন্দীপ রেড্ডি বঙ্গার পরিচালনায় তৈরি 'কবীর সিং'-এর বাজেট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মাত্র ৫৫ কোটি টাকার সিনেমা ছিল। অন্যদিকে, মোহিত সুরির ছবি 'সাঁইয়ারা'-র বাজেটও মাত্র ৬০ কোটি টাকা। অর্থাৎ, দুটি ছবিই কম বাজেটের এবং দুটিই বড় রেকর্ড তৈরি করেছে।