নয়াদিল্লি: ২১ ডিসেম্বর, বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের 'ডাঙ্কি' (Dunki)। তার ঠিক একদিন পর, ২২ ডিসেম্বর মুক্তি পাবে প্রভাসের 'সালার: পার্ট ১ - সিজফায়ার' (Salaar: Part 1- Ceasefire)। দুই তারকার দুই বহু প্রতীক্ষিত ছবি, বলাই বাহুল্য বক্স অফিসে জোর টক্কর হতে চলেছে। দুই সিনেমার টিকিটের অগ্রিম বুকিং (advance booking) শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোন ছবির বেশি টিকিট বিক্রি হল? কে এগিয়ে কে পিছিয়ে?


শুরু হয়েছে 'ডাঙ্কি' ও 'সালার' ছবির অগ্রিম টিকিট বুকিং


প্রভাসের 'সালার: পার্ট ১ - সিজফায়ার' ইতিমধ্যেই ভূয়সী প্রশংসা পেয়েছে। এই ছবির টিকিটের অগ্রিম বুকিংও তার প্রমাণ। রবিবার পর্যন্ত এই ছবির আগাম টিকিট বুকিংয়ের সংখ্যা, ১ লক্ষের বেশি। এই হিসেব শুধুমাত্র দেশের ক্ষেত্রেই। 'কেজিএফ' ফ্র্যাঞ্চাইজি পরিচালক প্রশান্ত নীল এই ছবিরও পরিচালনা করছেন। সিনেপ্রেমী ও প্রভাস অনুরাগীদের মধ্যেও এই ছবি নিয়ে উত্তেজনা প্রবল। 'সালার' ছবির ট্রেলার মুক্তির পর সেই উত্তেজনা আরও তীব্র হয়েছে। 


রবিবার সকাল পর্যন্ত 'সালার' ভারতজুড়ে ১ লক্ষের বেশি টিকিট বিক্রি করেছে, যা থেকে মোট আয়ের পরিমাণ প্রায় ২.১৪ কোটি টাকা। এর মধ্যে ৫৬ হাজার ২০৯ সংখ্যক টিকিট তেলুগু ২ডি ভার্সনের ও ২৮ হাজার ২৯৫ সংখ্যক মলয়ালি ২ডি ভার্সনের। এরপর হিন্দি ভাষায় ৯ হাজার ৮০৩, তামিলে ১ হাজার ৮২৮ ও কন্নড় ২ডি-তে ১ হাজার ৮৪১ সংখ্যক টিকিট বিক্রি হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক টিকিট বিক্রি হয়েছে কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ও দিল্লিতে। অন্যদিকে শনিবার প্রভাসের ছবির প্রথম টিকিট কিনেছেন তারকা পরিচালক এস এস রাজামৌলি। প্রযোজনা সংস্থা 'মৈত্রী মুভি মেকার্স'-এর তরফে ঘোষণা করে জানানো হয়েছে। 


 






অন্যদিকে ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'। এই বছরে এটি কিং খানের তৃতীয় ছবি। বছর শুরুতে 'পাঠান' ও সেপ্টেম্বরে 'জওয়ান' লক্ষ্মী ফিরিয়েছিল বলিউডের ভাণ্ডারে। দুর্ধর্ষ ব্যবসা করে দুই ছবিই। ফলে তৃতীয় ছবি নিয়েও শাহরুখ ফ্যানেরা উত্তেজিত। তাছাড়াও এই প্রথম রাজু হিরানির পরিচালনায় কাজ করতে চলেছেন শাহরুখ। ফলে উৎসাহ। এই ছবির টিকিটেরও অগ্রিম বুকিং শুরু হয়েছে। কিন্তু 'সালার' যে বিশাল প্রতিক্রিয়া পেয়েছে, কিং খানের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। রবিবার সকাল পর্যন্ত রাজু হিরানির ছবি দেশে মোট ৬৯ হাজার ৮৩৪ সংখ্যক টিকিট বিক্রি করতে পেরেছে, যা থেকে আয়ের পরিমাণ আনুমানিক ২.৩১ কোটি। এটি হিন্দি ২ডি শোয়ের হিসেব। 'ডাঙ্কি' ছবির অগ্রিম টিকিট বুকিংয়ে সিংহভাগ অবদান পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়, অসম ও তেলঙ্গানার। 


উত্তর আমেরিকায় প্রিমিয়ারের অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে দুই ছবিরই রবিবার পর্যন্ত সেয়ানে সেয়ানে টক্কর চলেছে। প্রিমিয়ারের পাঁচ দিন আগেই 'সালার' ১ মিলিয়ন ডলারের গণ্ডি পার করে ফেলেছে। অন্যদিকে 'ডাঙ্কি' রবিবার পর্যন্ত ২.৫ লক্ষ ডলারের গণ্ডি পেরিয়েছে। 


 






 






আরও পড়ুন: 'Animal' BO Collection: ১৬ দিনেই ৮০০ কোটি পার! বক্স অফিসে অব্যাহত 'অ্যানিম্যাল' ছবির ঝোড়ো ইনিংস


'সালার' ছবিতে অভিনয় করতে দেখা যাবে প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু, টিনু আনন্দ, ববি সিমহা, ঈশ্বরী রাও প্রমুখকে। মুক্তি পাবে ২২ ডিসেম্বর। অন্যদিকে, 'ডাঙ্কি' ছবিতে রয়েছেন শাহরুখ খান, তাপসী পন্নু, বোমন ইরানি, ভিকি কৌশল, বিক্রম কোছার ও অনিল গ্রোভার প্রমুখ। মুক্তি পাবে ২১ ডিসেম্বর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।