Salaar BO Collection: দ্বিতীয় সপ্তাহেই হ্রাস পেল 'সালার'-এর ব্য়বসা! বিশ্বব্য়াপী কত আয়?

Prabhas: দেশজুড়ে ইতিমধ্যেই ৩০৮.৯ কোটি টাকা আয় করেছে এই ছবি।

Continues below advertisement

কলকাতা: 'ডাঙ্কি' (Dunki) মুক্তি পাওয়ার পরের দিনই অর্থাৎ গত ২২ ডিসেম্বর মুক্তি পায় প্রভাসের নতুন ছবি 'সালার' (Salaar)। শাহরুখ (Shahrukh Khan) নাকি প্রভাস (Prabhas) বক্স অফিসে কে বেশি ঝড় তুলবেন তা নিয়ে অনুরাগীদের মধ্যে তুঙ্গে উঠেছিল উত্তেজনা। ২৭০ কোটি বাজেটের এই ছবি। মাত্র কয়েকদিনের মধ্য়েই ২০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল এই ছবি।

Continues below advertisement

প্রথমদিনে ৯০.৭ কোটি আয় করে এই ছবি। তবে মাত্র একসপ্তাহে ৮৫% ব্য়বসা কমল প্রভাসের এই ছবির। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার অর্থাৎ গতকাল প্রেক্ষাগৃহে মাত্র ১৩.৫ কোটি টাকা আয় করে। 

আরও পড়ুন...

দীপিকা বা প্রিয়াঙ্কা নন, এই ভারতীয় অভিনেত্রীর ছবি ১০০০ কোটির ব্য়বসা করে গড়েছে একাধিক রেকর্ড

উল্লেখ্য়, তবে দেশজুড়ে ইতিমধ্যেই ৩০৮.৯ কোটি টাকা আয় করেছে এই ছবি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন এই ছবির আয় ছবি যথাক্রমে ৯০.৭ কোটি, ৫৬.৩৫ কোটি ও ৬২.৮৯ কোটি টাকা। 

প্রসঙ্গত, প্রথম দিনেই বিশ্বব্যাপী ১৭৫ কোটি টাকা আয় করে প্রভাসের এই ছবি। তবে বিশ্বব্য়াপী ইতিমধ্য়েই ৫০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি।

ইন্ডাস্ট্রির অন্দর থেকে খবর পাওয়া গিয়েছিল যে শাহরুখ খানের 'ডাঙ্কি'র কারণে তার পর্যাপ্ত বা সমপরিমাণ হল পাচ্ছে না 'সালার'। মুক্তির তারিখ ঘোষণার সময় থেকেই চর্চায় ছিল 'ডাঙ্কি' ও 'সালার'। মাত্র একদিনের তফাতে দুই প্রতীক্ষিত ছবি বক্স অফিসে কেমন লড়াই করতে পারে সেটাই ছিল দেখার। যত দিন এগোতে শুরু করল, শুরু হল একাধিক বিতর্ক। একদিকে যখন শোনা যাচ্ছিল যে অগ্রিম বুকিংয়ে এগিয়ে আছে 'সালার', তখন এও শোনা যাচ্ছিল একাধিক জাতীয় মাল্টিপ্লেক্স চেন 'ডাঙ্কি'র শো সংখ্যা বেশি রাখছেন এবং তার  ফলস্বরূপ নাকি ক্ষুব্ধ 'সালার' নির্মাতারা। প্রথম দিনের বক্স অফিস আয়ের নিরিখে যদিও পরিষ্কারভাবে শাহরুখকে পিছনে ফেলেছেন প্রভাস।

হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালি ভাষায় মুক্তি পেয়েছিল এই বহুচর্চিত ছবি। প্রভাসের পাশাপাশি সালার-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ এবং শ্রুতি হাসান। এছাড়াও রয়েছেন টিনু আনন্দ, শ্রিয়া রেড্ডি। কেজিএফ নির্মাতা প্রশান্ত নীল রয়েছেন ছবি পরিচালনার দায়িত্বে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola