নয়াদিল্লি: প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দিল গ্রেটার ম্যাঞ্চেস্টারের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়। আজ ট্যুইট করে নিজেই এই খবর জানিয়েছেন আশা। তিনি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করার মুহূর্তের ছবিও পোস্ট করেছেন ট্যুইটারে।


দীর্ঘদিনের সঙ্গীত জীবনে বিপুল জনপ্রিয়তা অর্জন করার পাশাপাশি বহু সম্মান পেয়েছেন আশা। তিনি ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। ২০০৮ সালে তিনি পদ্মবিভূষণ খেতাবও পান। এবার বিদেশের বিশ্ববিদ্যালয়ও তাঁকে সম্মানিত করল।