নয়াদিল্লি: আজ জন্মদিন ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসার মহম্মদ ইরফানের। ৪১ বছর পূর্ণ করলেন তিনি। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রাক্তন সতীর্থ, বন্ধু, অনুরাগীরা। রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারা, ভিভিএস লক্ষ্মণ, শিখর ধবন, হরভজন সিংহরা ট্যুইট করে জাহিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।









টেস্টে ৩১১ উইকেট নেন জাহির। ভারতীয় পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে তাঁর আগে শুধু কপিল দেব। সীমিত ওভারের ফর্ম্যাটেও জাহিরের রেকর্ড টেস্টের মতোই উজ্জ্বল। ২০০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি ২৮২ উইকেট নেন। ২০১১ বিশ্বকাপে তিনি ২১টি উইকেট নেন। বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক ৪৪টি উইকেট নেওয়ার রেকর্ড জাহির ও জাভাগল শ্রীনাথের। টি-২০ ফর্ম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন জাহির। যে কয়েকজন বোলার আইপিএল-এ একশোর বেশি উইকেট নিয়েছেন, তাঁদের অন্যতম তিনি।