নয়াদিল্লি: ভারতের প্রাক্তন বাঁ হাতি ওপেনার গৌতম গম্ভীরের সীমিত ওভারের ক্রিকেট কেরিয়ার শেষ করে দিয়েছেন বলে দাবি করলেন পাকিস্তানের দীর্ঘকায় বাঁ হাতি পেসার মহম্মদ ইরফান। তিনি পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘গৌতম গম্ভীর আমাকে ভয় পেত। আমার জন্যই ওর কেরিয়ার শেষ হয়ে যায়। ২০১২ সালে ভারত-পাকিস্তানের সীমিত ওভারের সিরিজের পর আর ভারতীয় দলে ফেরেনি গম্ভীর।’

ইরফান আরও বলেছেন, ‘ম্যাচে হোক বা নেটে দু’দলের অনুশীলনের সময়, গম্ভীর আমার মুখোমুখি হতে চাইত না। আমার সবসময় মনে হয়েছে, ও আমার চোখে চোখ রাখা এড়িয়ে যেতে চাইত। আমার মনে আছে, ২০১২ সালের সীমিত ওভারের সেই সিরিজে আমি ওকে চারবার আউট করেছিলাম। ওর আমার বিরুদ্ধে ব্যাট করার মতো সাহস ছিল না।’

শুধু গম্ভীরই নন, ভারতের অন্যান্য ব্যাটসম্যানদেরও আক্রমণ করেছেন ইরফান। তাঁর দাবি, ‘আমি যখন ভারতের বিরুদ্ধে খেলেছিলাম, ওদের ব্যাটসম্যানরা আমার বিরুদ্ধে স্বস্তিতে ছিল না। ২০১২ সালে ভারতে সেই সিরিজে অনেক ব্যাটসম্যানই আমাকে বলেছিল, উচ্চতার জন্য আমার বল ভালভাবে দেখতে পাচ্ছিল না। আমার বলের গতিও বুঝতে পারছিল না ওরা। (বিরাট) কোহলি আমাকে বলেছিল, ওর মনে হয়েছিল, আমার বলের গতি ঘণ্টায় ১৩০ থেকে ১৩৫ কিলোমিটারের মধ্যে থাকবে। কিন্তু আমি বলের গতি বাড়িয়ে ঘণ্টায় ১৪৫ কিমি করে দিয়েছিলাম। ফলে বল বুঝতে ওর সমস্যা হচ্ছিল।’