কলকাতা: সম্পর্কে থাকতে তো সকলেই পছন্দ করেন। কিন্তু সম্পর্ককে (Relationship) টিকিয়ে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার। দীর্ঘদিন কোনও সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে বেশ কিছু বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার। তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রথমেই আমাদের মধ্যে থাকা বেশ কিছু অভ্যাস, যা আপনার সঙ্গীর একেবারেই পছন্দ নয়, সেগুলো ত্যাগ করা দরকার। নাহলে অভ্যাসের বশেই সম্পর্কে আঁচ পড়তে পারে। 


আরও পড়ুন - Maggi Milkshake Viral: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ম্যাগি মিল্কশেক, চেখে দেখবেন নাকি একবার?


তাঁরা জানাচ্ছেন, অনেক সময়ই পুরুষরা বুঝতে পারেন না যে তাঁর নারী সঙ্গীটি কীভাবে তাঁর প্রতি আকৃষ্ট হবেন। একজন পুরুষের মধ্যে কোন গুণগুলো থাকলে তবেই তিনি তাঁর নারী সঙ্গীটিকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, কোনও মেয়েকে আকৃষ্ট করার আগে গুণের পরিবর্তে বদগুণগুলোর দিকে আগে নজর দেওয়া দরকার। শুধু রূপ দেখে কিংবা টাকা দেখে আজকের দিনে প্রেম বা সম্পর্ক অনেকক্ষেত্রেই হয় না। কারও কোনও স্বভাব বা ভালো কোনও অভ্যাস দেখেও অনেক মেয়ে কোনও ছেলের প্রেমে পড়তে পারেন। যেমন, মাত্র কয়েকদিন আগেই আয়ুষ্মান খুরানার জন্মদিনে তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ জানিয়েছিলেন যে কীভাবে তিনি 'বালা' অভিনেতার প্রেমে পড়েন। তিনি জানিয়েছিলেন যে, আয়ুষ্মান খুরানা যখন তাঁর জন্য গিটারে গান ধরেন, তখন তিনি অভিনেতাকে মন দেন। তেমনই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, সঙ্গীকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য কোন কোন অভ্যাসগুলো ত্যাগ করা দরকার।


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আজকের দিনে অধিকাংশ ছেলেকেই সিগারেট এবং মদের নেশায় আসক্ত হতে দেখা যায়। কিন্তু বেশিরভাগ মেয়েরাই ছেলেদের এই স্বভাব একেবারেই পছন্দ করেন না। আর সেই কারণেই তাঁরা তেমন ছেলেদের থেকে দূরে থাকেন। আপনার মধ্যেও যদি এমন অভ্যাস থেকে থাকে, তাহলে শরীর এবং পাশাপাশি সম্পর্কের খাতিরে আজই এই অভ্যাস পরিত্যাগ করুন।


আরও পড়ুন - Jaggery Benefits: কীভাবে বুঝবেন বাজার থেকে কিনে আনা গুড়ে কোনও কেমিক্যাল মেশানো নেই?


২. যে সমস্ত ছেলেরা গালাগালি দিতে অভ্যস্ত, তাঁদের থেকে কার্যত দূরত্ব বজায় রাখাই পছন্দ করে মেয়েরা। কারও প্রতি কুবাক্য প্রয়োগ এককথায় অসম্মানজনক। অর্থাৎ, মেয়েটির কাছে পরিস্কার হয়ে যায় যে, ছেলেটি অপরকে সম্মান দিতে জানেন না। কারণ, অনেক কটু কথাও কুবাক্য প্রয়োগ না করেও বলা সম্ভব। 


৩. মিথ্যেবাদীদের একেবারেই পছন্দ করে না মেয়েরা। এমন অনেক উদাহরণ দেখা যায় যে, বহুদিনের সম্পর্ক ভেঙে গিয়েছে শুধুমাত্র মিথ্যে কথা বলার কারণে। তাই কোনও ক্ষেত্রেই মিথ্যের আশ্রয় নেওয়া উপযুক্ত ব্যক্তিত্বের উদাহরণ নয়। আজই এই স্বভাব বর্জন করা দরকার।