আইভিএফ: সলমনকে বাচ্চা নেওয়ার পরামর্শ দিতে নারাজ ফারহা
Web Desk, ABP Ananda | 15 Aug 2016 04:43 PM (IST)
মুম্বই: সলমন নিজেই যথেষ্ট বুদ্ধিমান, তাই বাচ্চা নেওয়ার ব্যাপারে তাঁকে কোনও পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই, যশলোক হাসপাতাল আয়োজিত আইভিএফ এবং সারোগেসির প্রচার এবং সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন পরিচালক ফারহা খান। এই ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ফারহা। তাঁকে প্রশ্ন করা হয়, সলমন খান বাচ্চাদের ভীষণই ভালোবাসেন। কিন্তু এখনও তো বিয়ে করেননি দাবাং খান। সেক্ষেত্রে আপনি কি তাঁকে আইভিআই পদ্ধতিতে বাচ্চা নেওয়ার পরামর্শ দিতে চান? উত্তরে তিনি বলেন, সলমন নিজেই যথেষ্ট বুদ্ধিমান। অন্যদের পরামর্শ দেন তিনি। আমাদের তাঁকে পরামর্শ দেওয়ার কোনও প্রয়োজন নেই। ফারহা স্বয়ং এই পদ্ধতিতে দুই মেয়ে ও এক ছেলের জন্ম দিয়েছেন। বেশি বয়সে সন্তানের জন্ম দিতে এই পদ্ধতিগুলি কতটা সফল সেব্যাপারে নিজের অভিজ্ঞতা বর্ননা করেন ফারহা। তিনি বলেন, আইভিএফ পদ্ধতিতে সফলভাবে সন্তানের জন্ম দিতে পেরে তিনি গর্বিত। উল্লেখ্য সম্প্রতি অভিনেতা তুষার কপূর-ও এই পদ্ধতিতে সিঙ্গেল ফাদার হয়েছেন। সুপারস্টার আমির খান ও শাহরুখ খানের ছেলেদের জন্মও সারোগেসি পদ্ধতিতেই হয়েছে।