কলকাতা: অভিনেতা সলমন খানের (Salman Khan) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এবার একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। জানা গিয়েছে, এই হামলার ছক কষা হয়েছিল সুদূর আমেরিকায়। এই ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। কেবল পশ্চিমবঙ্গ নয়, 'হইচই' (Hoichoi)-এর প্ল্যাটফর্ম খুললেই হদিশ পাওয়া যায় একাধিক বাংলাদেশের ওয়েব সিরিজেরও। বর্তমানে বাংলাদেশের একাধিক অভিনেতা অভিনেত্রী এপার বাংলাতেও ভীষণ জনপ্রিয়। এদের মধ্যে পরীমণি (Parimani), জয়া আহসান (Jaya Ahsaan) অন্যতম। 'হইচই' নতুন যে একঝাঁক ওয়েব সিরিজের ঘোষণ করেছে তার মধ্যে রয়েছে একগুচ্ছ বাংলাদেশের পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের ওয়েব সিরিজও। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন
সলমনের বাড়িতে গুলির ছক কষা হয়েছিল আমেরিকায়! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
অভিনেতা সলমন খানের (Salman Khan) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এবার একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। জানা গিয়েছে, এই হামলার ছক কষা হয়েছিল সুদূর আমেরিকায়। এই ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। শুধু তাই নয়, মেগাস্টারের বাড়িতে হামলা চালানোর ছক প্রায় ১ মাস ধরে কষা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। এর মধ্যেই ঘটনায় তদন্তভার নিয়েছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সূত্রে খবর, যে মোটর বাইকে করে এসে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, সেটির রেজিস্ট্রেশন মহারাষ্ট্রের পানভেলের। সলমন খানের ফার্ম হাউসও পানভেলে। সূত্রের খবর, মোটর বাইকটির মালিকের তথ্য সংগ্রহ করছে পুলিশ। সেটি চুরি হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। গুলি চালানোর পর মাউন্ট মেরি চার্চের কাছে মোটর বাইকটি ফেলে পালায় দুষ্কৃতীরা। তারা মুম্বই শহরের বাইরে চলে গিয়ে থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। অভিনেতার বাড়ির নিরাপত্তারক্ষীদের বয়ানের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করে বান্দ্রা থানার পুলিশ। এবার ঘটনায় তদন্তভার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হল।
'হইচই' এর ওয়েব সিরিজে পরিণীতা
এই শো-এর ঘোষণা হয়েছিল আগেই, আর এবার প্রকাশ্যে এল সিরিজের অন্যান্য চরিত্রের লুক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)-কে। তাঁর বিপরীতে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে (Gaurav Chakrabarty)। আজ প্রকাশ্যে এসেছে এই সিরিজের চরিত্রদের লুক। দেবচন্দ্রিমা ও গৌরব দুজনের লুকেই রয়েছে পুরনো ধাঁচ। পাঞ্জাবি-চশমায় গৌরবের সৌম্য লুক, ডুরে শাড়িতে মন কেড়েছেন 'পরিণীতা' দেবচন্দ্রিমা। অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজকে 'হইচই' রেখেছে তাদের 'বেস্ট অফ বেঙ্গল' ক্যাটেগরির মধ্যে।
ছোটপর্দায় বিরতি, এবার ওয়েব সিরিজে শোলাঙ্কি
‘বোকাবাক্স তে বন্দি’, এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)-কে। ছোটপর্দার ধারাবাহিক 'গাঁটছড়া'-র মুখ্যভূমিকায় অভিনয় করার পরে, কিছুদিনের বিরতি নিয়েছিলেন 'খড়ি' ওরফে শোলাঙ্কি। তবে এবার ধারাবাহিক নয়, ওয়েব সিরিজ নিয়ে ফিরছেন তিনি। তাঁর চরিত্রের নাম অপালা। শোলাঙ্কির বিপরীতে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya)। হইচই-এর সঙ্গে নীলের প্রথম ওয়েব সিরিজ এটি। এই সিরিজে শোলাঙ্কির যে লুক প্রকাশ পেয়েছে সেখানে নায়িকাকে গোটাটাই দেখা যাচ্ছে হুইল চেয়ারে বসে। অপালা একজন অভিনেত্রী, তবে হঠাৎ তাঁর জীবনে এমন একটা ঘটনা ঘটে যায় যেখানে তার অভিনীত চরিত্র আর বাস্তব ছবিটা একেবারে মিলেমিশে যায়।
স্বস্তিকার নতুন ওয়েব সিরিজ 'বিজয়া'
সায়ন্তন ঘোষাল-এর আগে 'সম্পূর্ণা'-র মতো ওয়েব সিরিজে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। আর এবার, নতুন এই সিরিজে সায়ন্তনের বাজি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আজ প্রকাশ্যে এসেছে সিরিজের অন্যান্য চরিত্র ও স্বস্তিকার লুকও। এই সিরিজে অন্যান্য চরিত্রে দেখা যাবে, সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee) ও দেবদত্ত রাহা (Debdutta Raha)-কে। নামভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে। একটি ছোট শহরে বসবাসকারী বিজয়া তার ছেলেকে পাঠান কলকাতায়। উচ্চশিক্ষার জন্য। তবে বিজয়ার শান্ত, নিস্তরঙ্গ জীবন হঠাৎ ছাড়াখাড় হয়ে যায় যখন সে খবর পায়, কলকাতায় তার ছেলে আত্মহত্যা করার চেষ্টা করেছে। গুরুতর আহত হয়ে এখন সে কোমায়। ছেলের জন্য কলকাতায় চলে আসে বিজয়া। এরপরেই শুরু হয় বিজয়ার লড়াই, ছেলের আত্মহত্যার কারণ খুঁজে বের করার, তাকে বিচার দেওয়ার।
দাবাড়ু'-র ঝলক দেখে মুগ্ধ মিঠুন
সাদা-কালো এক লড়াইয়ের গল্পকে রুপোলি পর্দায় তুলে ধরেছেন পথিকৃৎ বসু। ছবির নাম 'দাবাড়ু'। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ছবির টিজার। নন্দিতা রায় (Nandita Roy) ও সঞ্জয় আগরওয়ালের প্রযোজনায় (Sanjay Agarwal)-এর প্রযোজনায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর ক্রিয়েটিভ প্রযোজনায় তৈরি হয়েছে নতুন ছবি। আর সেই টিজার দেখে কী বলছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)? পথিকৃৎ বসুর পরিচালনায় অন্য একটি ছবিতে অভিনয় করছেন মিঠুন। সেই ছবির নাম 'শাস্ত্রী'। ফলে পথিকৃতের সঙ্গে আলাপ রয়েছে মিঠুনের। আর তাঁর পরিচালিত 'দাবাড়ু'-র টিজার দেখে মুগ্ধ মহাগুরু। মিঠুন বলছেন, 'দাবাড়ুর টিজারটা দুর্দান্ত লাগল। ছোট ছোট শট, ক্যামেরার অ্যাঙ্গেল সব মিলিয়ে দারুণ। পথিকৎ নতুন প্রজন্মের পরিচালক। ওর কাছ থেকে এমন একটা ছবিই আমরা আশা করতে পারি। আমরা সবাই তো দাবাই খেলছি। জীবনের। এই ছবিটা তৈরিও বেশ কঠিন। আশা করি ছবিটা সবার ভাল লাগবে।'