লুধিয়ানা: সলমন খানের অভিনয় দক্ষতা, প্রতিভা, শারীরিক গঠনে মুগ্ধ অভিনেতা আমির খান। দাবাং স্টারকে দরাজ সার্টিফিকেট দিয়ে আমির বলেন, সলমন ঈশ্বরের উপহার।
এই মুহূর্তে দুই তারকাই তাঁদের আসন্ন ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন। কুস্তিগীর মহাবীর সিংহ ফোগাট-এর জীবন অবলম্বনে তৈরি বায়োপিক ‘দঙ্গল’-এ অভিনয় করছেন আমির। এবং ‘সুলতান’-এ এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সলমন। দুটি ছবির ক্ষেত্রেই অভিনেতাদের শরীরের গঠন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এ নিয়ে দুজনের মধ্যে তুলনা একেবারেই পছন্দ নয় আমিরের।
আমির বলেন, আমার স্ত্রী কিরণ এবং আমি দুজনেই সলমনের অনুরাগী। সলমনের চেহারাও ভীষণই সুস্থ-সবল। সলমন প্রকৃত ‘বডি বিল্ডার’। ওর চেহারা আমার মতো অভিনেতার কাছে অনুপ্রেরণা।
মজা করে আমির বলেন, সলমনের কাছে আমি কোথায়! ও একজন হ্যান্ডসাম অভিনেতা। পোশাক ছাড়া ওকে আরও বেশি হ্যান্ডসাম দেখায়। ও ভগবানের দেওয়া উপহার।
এর আগে সুলতানের সেটে সলমনের ল্যাঙ্গোট পড়া কাদা মাখা ক্যামেরাবন্দি মুহূর্তের প্রশংসা করেছিলেন আমির পত্নী কিরণও।
আমার শরীর সলমনের মতো নয়, ও ঈশ্বরের উপহার! আমির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2016 06:29 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -