সলমন আমার ছোট ভাই, কোনও লড়াই-ই নেই: সঞ্জয় দত্ত
Web Desk, ABP Ananda | 30 Jul 2016 01:43 PM (IST)
মুম্বই: সলমন খানের সঙ্গে কোনও লড়াই নেই, সে আমার ছোট ভাই। আগেও ছিল.. এখনও আছে.. ভবিষ্যতেও থাকবে। সমস্ত কাজে সফল হোক সে। জন্মদিনের সন্ধ্যায় সাংবাদিকদের সামনে এমনটাই বললেন 'মুন্না ভাই'। তিনি আরও জানিয়েছেন, তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সলমনও। প্রসঙ্গত, গতকালই ৫৭ বছরে পা দেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত আরও বলেন, কাজের চাপের কারণেই তাঁদের বেশি দেখা সাক্ষাত হয় না। তবে দুজনের মধ্যে সৌহার্দ্যের কোনও অভাব নেই। দত্ত এবং খান ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুজনের সম্পর্কের রসায়নটা বেশ অন্যরকম ছিল। কিন্তু এ বছর জেল থেকে ছাড়া পাওয়ার পর সঞ্জয়ের সঙ্গে এক ফ্রেমে ধরা পড়েননি সলমন। এই নিয়েই শুরু হয় গুঞ্জন। শোনা যাচ্ছে দুজনের সম্পর্কের বাঁধন আর আগের মতো নেই। এই সংক্রান্ত প্রশ্নের জবাবেই সঞ্জয় বলেন, সলমন তাঁর ছোট ভাই। আগেও ছিল.. এখনও আছে.. ভবিষ্যতেও থাকবে। আরও বলেন, আমিও ব্যস্ত, সলমনও ব্যস্ত। তাই দুজনের বেশি দেখা হয় না। আগে প্রায় প্রত্যেকদিনই আমাদের দেখা হত। মাদ্রিদে (স্পেন) আমরা দেখা করি.. কিন্তু সে সম্পর্কে কেউ কিছু লেখেনি। মিডিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, সংবাদমাধ্যম দেখানো হয়, সলমনের সঙ্গে আমার লড়াই চলছে। কিন্তু কিসের লড়াই? ছোটভাইয়ের সঙ্গে কি কেউ লড়াই করে? আমাদের মধ্যে কোনও সমস্যাই নেই। আমি ওকে ভীষণই ভালোবাসি। তাই এই বিষয়টিকে নিয়ে যেন কোনও ইস্যু করা না হয়।