‘নায়কোচিত’, ভিডিও পোস্ট করে শাহরুখের প্রশংসায় উচ্ছ্বসিত সলমন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Oct 2019 05:18 PM (IST)
অমিতাভ বচ্চনের বাড়ি জলসায় আয়োজিত দীপাবলির পার্টিতে ঐশ্বর্যা রাই বচ্চনের ম্যানেজার অর্চনা সদানন্দকে আগুনের হাত থেকে বাঁচিয়েছেন শাহরুখ খান।আর এজন্য শাহরুখের উচ্ছ্বসিত প্রশংসা করলেন সলমন খান। ইনস্টাগ্রামে শাহরুখের নায়কোচিত ভূমিকার তারিফ করেছেন সলমন।
মুম্বই: অমিতাভ বচ্চনের বাড়ি জলসায় আয়োজিত দীপাবলির পার্টিতে ঐশ্বর্যা রাই বচ্চনের ম্যানেজার অর্চনা সদানন্দকে আগুনের হাত থেকে বাঁচিয়েছেন শাহরুখ খান।আর এজন্য শাহরুখের উচ্ছ্বসিত প্রশংসা করলেন সলমন খান। ইনস্টাগ্রামে শাহরুখের নায়কোচিত ভূমিকার তারিফ করেছেন সলমন। তিনি শাহরুখের হ্যাপি নিউ ইয়ার সিনেমার ছোট্ট একটা ক্লিপ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ওই সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের স্বপ্নে আগুনে কিং খানের পোশাকে জ্বলতে থাকার দৃশ্য ওই ভিডিও। এই ভিডিওতে ভয়েস ওভার জুড়েছেন সলমন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘হিরো উয়োহ হোতা হ্যায় জো আগ মে কুদ কে, বুঝাকে, বচাতা হ্যায়’। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পার্টিতে জ্বলন্ত একটি প্রদীপের আগুন অর্চনার পোশাকে ধরে যায়। সেখানে উপস্থিত শাহরুখের তা নজরে পড়ে। সঙ্গে সঙ্গেই তিনি তাঁর কোট ব্যবহার করে আগুন নেভান। অর্চনাকে নানবতী হাসপাতালে ভর্তি করা হয় এবং সংক্রমণ যাতে না হয়, সেজন্য তাঁকে আইসিইউ-তে রাখা হয়। তাঁর ডান পা ও হাত ১৫ শতাংশ পুড়েছে। শাহরুখও সামান্য জখম হন।