মুম্বই: সাইবার হানার শিকার কুড়নকুলামের নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। কিন্তু ক্ষতিগ্রস্ত নয় সংস্থার অভ্যন্তরীণ সিস্টেম, জানাল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তামিলনাডুর তিরুনেভেলিতে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পাওয়ার প্লান্টে সাইবার অ্যাটাকের খবর আগেই ছড়িয়েছিল। যদিও কর্তৃপক্ষ এই কথা মানতে চায়নি। তার ঠিক পরদিনই এনপিসিআইএলের তরফে কুড়নকুলামের প্লান্টে সাইবার হানার বিষয়টি স্বীকার করে নেওয়া হয়।
এক বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে, ৪ সেপ্টেম্বর সিস্টেমে একটি ম্যালওয়্যারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমকে এবিষয়ে অবহিত করা হয়। তারা নিশ্চিত করেছে নিউক্লিয়ার প্লান্টের মূল সিস্টেম এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি।
আগে সংস্থার তরফে আর রামডস জানান, পাওয়ার প্লান্টের নেটওয়ার্কের সঙ্গে বাইরের কোনও সম্পর্ক নেই। তাই ওই সিস্টেমে সাইবার অ্যাটাকের সম্ভাবনা নেই। কিছুদিন আগে টুইটার হ্যান্ডেলের সঙ্গে যুক্ত সাইবার সিকিউরিটি দেখে, 'DTrackRAT' নামক একটি ভাইরাসের টার্গেট হয়ে দাঁড়িয়েছে প্লান্টের সিস্টেম।
সাইবার হানার শিকার কুড়নকুলামের নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, ক্ষতিগ্রস্ত নয় সংস্থার অভ্যন্তরীণ সিস্টেম, জানাল এনপিসিআইএল
Web Desk, ABP Ananda
Updated at:
31 Oct 2019 02:45 PM (IST)
এক বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে, ৪ সেপ্টেম্বর সিস্টেমে একটি ম্যালওয়্যারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমকে এবিষয়ে অবহিত করা হয়। তারা নিশ্চিত করেছে নিউক্লিয়ার প্লান্টের মূল সিস্টেম এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -