মুম্বই: শিল্পা শেট্টি ও সলমন খানের বন্ধুত্ব বহু পুরনো। যত দিন যাচ্ছে তত গভীর হচ্ছে তাঁদের সম্পর্ক। শিল্পা জানিয়েছেন, সলমন যে কেরিয়ারের দিকে এত সফল, তাতে তিনি ভীষণ খুশি। তাঁদের দুজনের সম্পর্ক কখনও বদলাবে না বলেও তিনি মন্তব্য করেছেন।

সলমন ও শিল্পা এক সঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন। এগুলির মধ্যে আছে গর্ব: প্রাইড অ্যান্ড অনার, আওজার, ফির মিলেঙ্গে ও শাদি করকে ফাঁস গ্যয়া ইয়ার-এর মত ছবি। কিছুদিন আগে দস কা দম-এর স্পেশাল এপিসোডেও দেখা গিয়েছে তাঁদের।

গত ২৩ বছরে তাঁদের সম্পর্ক কীভাবে পরিণতি পেয়েছে জিজ্ঞাসা করা হলে শিল্পা বলেন, তাঁর মনে হয় না এই দীর্ঘ সময়ে সলমনের মধ্যে কোনও বদল এসেছে বা বদল এসেছে তাঁর মধ্যে। কিছু বিষয় কখনওই বদলায় না, সেগুলির মধ্যে বন্ধুত্ব অন্যতম। এই সম্পর্ক অদ্ভুত। জানিয়েছেন শিল্পা।

[embed]https://twitter.com/TheShilpaShetty/status/1021294136551337985?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1021294136551337985&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fsalman-khan-and-my-friendship-is-23-years-old-says-shilpa-shetty-kundra-922333[/embed]