আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান ও ৪৪০ উইকেট রয়েছে তাঁর। ২০১১-তে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। খেলা থেকে অবসর নিলেও এখনও ক্রিকেটের সঙ্গেই একান্তভাবে যুক্ত জয়সূর্য। কয়েকমাস আগে নেই অনুশীলনে তাঁকে কিছু শট খেলতে দেখা গিয়েছিল। এবার নিজের ছেলেকে প্রশিক্ষণ দিতে দেখা গেল তাঁকে। আর এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ জয়সূর্যই। ভিডিও তাঁকে বোলিং করতে দেখা গিয়েছে। বাবার বলগুলিকে স্বচ্ছন্দে খেলতে দেখা গিয়েছে জয়সূর্য-পুত্রকে।
জয়সূর্য জুনিয়রের ব্যাটিং দেখে তাঁকে নিয়ে ভবিষ্যতের স্বপ্নের জাল বুনতেই পারেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সমর্থকরা।