টুইটারে সলমন জানিয়েছেন, বনশালীর সঙ্গে তাঁর ছবিটির মুক্তি পিছিয়ে গিয়েছে। তবে তিনি আশাবাদী, আগামী ইদে তাঁর দর্শকদের দেখা পাবেন তিনি।
খবরটি নিজেদের অফিশিয়াল টুইটার পেজে শেয়ার করেছে বনশালী প্রোডাকশনসও। এ ব্যাপারে পরে জানানো হবে বলে জানিয়েছে তারা।
গত ২০ বছরে সলমন এই প্রথম নায়ক হিসেবে কাজ করছিলেন বনশালীর সঙ্গে। ৫৩ বছরের নায়কের বিপরীতে ছিলেন আলিয়া ভট্ট।