মুম্বই: বোমা ফাটিয়েছেন সলমন খান। আজ সকালে টুইটারে তিনি ঘোষণা করেছেন, মুঝে লড়কি মিল গ্যয়ি।

পঞ্চাশোর্ধ্ব সলমনের বিয়ে নিয়ে বলিউডে কৌতূহল দীর্ঘদিনের। বহু নায়িকার সঙ্গে প্রেম করেছেন সাল্লু কিন্তু তাঁর বিয়ের ফুল ফোটেনি। প্রেমিকা নায়িকারা একে একে বিয়ে করে নিয়েছেন, ছোট ভাইদেরও বিয়ে হয়ে গেল, হল ডিভোর্সও। কিন্তু সলমন রয়ে গিয়েছেন অবিবাহিত। ভাইয়ের কবে বিয়ে হচ্ছে, তা নিয়ে অসংখ্যবার প্রশ্ন করেছেন তাঁর ফ্যানেরা। কোনও সন্তোষজনক জবাব সলমন এতদিন দিতে পারেননি।

কিন্তু এবার তাঁর সাড়া ফেলে দেওয়া টুইট, মেয়ে পেয়ে গিয়েছেন তিনি।

[embed]https://twitter.com/BeingSalmanKhan/status/960766714660220928[/embed]

সলমনের টুইটে ২৩,০০০ লাইক পড়েছে, ৬,০০০-এর কাছাকাছি রিটুইট হয়েছে। কোনও ফ্যান জানিয়েছেন অভিনন্দন, আবার কারও সংশয়, ছবির নায়িকার কথা হচ্ছে না তো!

[embed]https://twitter.com/sforsodha/status/960772739635273728[/embed]

[embed]https://twitter.com/SumitkadeI/status/960766973196955648[/embed]

[embed]https://twitter.com/Oo7Ranjan/status/960767750867181569[/embed]

খানিক পরে সাসপেন্স ভেঙেছেন সলমন নিজেই। জানিয়েছেন, বউ টউ কিছু নয়, তাঁর ভগ্নিপতি আয়ুষ শর্মার ছবির নায়িকা পেয়ে গিয়েছেন তিনি। ছবিও পোস্ট করেছেন ওই নবাগতার।

[embed]https://twitter.com/BeingSalmanKhan/status/960792939889905664[/embed]