অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে ৫৩ বছরের সলমনের এই ভিডিও। এর আগেও সোশ্যাল মিডিয়ায় যোগব্যায়ামের নানা ভিডিও ও ছবি শেয়ার করেছেন সাল্লুভাই। কিন্তু এত কঠিন কসরত চমকে দিয়েছে সকলকে। যোগ দিবসে সলমনের ব্যাক ফ্লিপ, দেখুন ভিডিও
ABP Ananda, Web Desk | 22 Jun 2019 10:23 AM (IST)
ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছেন সলমন। তাতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের পাশে একটি উঁচু জায়গায় উঠে পড়লেন তিনি। সেখান থেকে পিছনে ডিগবাজি খেয়ে লাফিয়ে পড়লেন জলে।
মুম্বই: বয়স পঞ্চাশ পেরিয়েছে ইতিমধ্যেই। কিন্তু সলমন খান সুপারফিট। যেমন অনায়াসে ছবি হিট করান তিনি, তেমনই হাসতে হাসতে করে ফেলেন কঠিন সব কসরত। এবার আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবসে তাঁর এক ভিডিও দারুণ ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছেন সলমন। তাতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের পাশে একটি উঁচু জায়গায় উঠে পড়লেন তিনি। নীচে দাঁড়িয়ে দেহরক্ষীরা। সেখান থেকে পিছনে ডিগবাজি খেয়ে লাফিয়ে পড়লেন জলে।