মুম্বই: যোগ দিবসে ভীষণ ব্যস্ত ছিল কুণাল খেমু ও সোহার মেয়ে ইনায়া। কুণাল মেয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, যোগ ব্যায়াম করছে সে। তার ঠাকুমা জ্যোতি খেমু তাকে শেখাচ্ছেন, একটু দূরে বসে নাতনিকে দেখছেন দাদু রবি খেমু।




ইনায়ার মা সোহাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর নিজের যোগ ব্যায়ামের ছবি।



গত মাসে কুণালের জন্মদিন ছিল। তখন খেলনা পিয়ানো বাজিয়ে দুলে দুলে গান গেয়েছিল ইনায়া। সেই ভিডিও কুণাল পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।



দেখুন দাদু-ঠাকুমার সঙ্গে ইনায়ার আরও ছবি।