লিডস: দুরন্ত কামব্যাক শ্রীলঙ্কার। বিশ্বকাপের লো স্কোরিং ম্যাচে তীব্র লড়াইয়ের পর ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। ৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়েগিয়েছিল তারা। এরপরও একের পর উইকেট হারাতে থাকে তারা। কিন্তু প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের ১১৫ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে ঘুরে দাঁড়ায় তারা। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৩২ রান করে শ্রীলঙ্কা। জয়ের জন্য ২৩৩ রান তাড়া করতে নেমে লাসিথ মালিঙ্গা ধনঞ্জয় ডি সিলভা, ইসুরু উডানার বোলিংয়ের সামনে ৩ ওভার বাকি থাকতে ২১২ রানে অলআউট হয়ে যায় আয়োজক দেশ। মালিঙ্গা ৪৩ রানে চার উইকেট নিয়ে ইংল্যান্ডের টপ অর্ডারকে ভেঙে দেন। তাঁকে যোগ্যসঙ্গত দেন ডিসিলভা ও উডানা। ইংল্যান্ডের মিডল ও লোয়ার অর্ডারে আঘাত হানেন তাঁরা। ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন ডিসিলভা। উজানা নিয়েছেন ৪১ রানে দুই উইকেট। একটি উইকেট পেয়েছেন নুয়ান প্রদীপ।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। স্কোরবোর্ডে যখন ১ রান তখন মালিঙ্গার বলে আউট হন জনি বেয়ারস্টো। অন্য ওপেনার জেমস ভিনসকেও ফিরিয়ে দেন মালিঙ্গা। ২৬ রানে দ্বিতীয় উইকেট পড়ে ইংল্যান্ডের। জো রুট ও ইয়ন মর্গ্যান জুটি বাঁধেন। কিন্তু মর্গ্যানকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ব্রেকথ্রু দেন উডানা। দলের ৭৩ রানে ব্যক্তিগত ২১ রানে আউট হন মর্গ্যান। ইংল্যান্ডের যখন ১২৭ রান, তখন রুট মালিঙ্গার বলে ৫৭ রান করে আউট হন। চতুর্থ উইকেট পড়ার পর বেন স্টোকস ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু অন্যপ্রান্ত থেকে যোগ্য সঙ্গত পাননি তিনি। ইংল্যান্ডের ১৪৪ রানে জোস বাটলারকে ফিরিয়ে ফের আঘাত হানেন মালিঙ্কা। এরপর ডি সিলভা মইন আলি, ক্রিস ওকস ও আদিল রশিদকে আউট করেন। উডানার বলে আউট হন জোফরা আর্চার। প্রদীপ ফেরান মার্ক উডকে। ৮২ রানে অপরাজিত থেকে যান স্টোকস।
এর আগে শ্রীলঙ্কার ইনিংসের প্রাথমিক ধাক্কা সামলে কুশল মেন্ডিস (৪৬) এবং ধনঞ্জয় ডি সিলভা (২৯)-র সঙ্গে চতুর্থ ও ষষ্ঠ উইকেটে দুটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন ম্যাথিউজ। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।
এছাড়াও অভিস্কা ফার্নান্ডোও ৩৯ বলে ৪৯ রানের ইনিংস খেলেন।
ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার ৫২ রানে ৩ ও মার্ক উড ৪০ রানে ৩ উইকেট পেয়েছেন। আদিল রশিদ দুটি এবং ক্রিস ওকস একটি উইকেট পেয়েছেন।
অ্যাঞ্জেলো ম্যাথিউজের লড়াকু ইনিংস, মালিঙ্গা-ডি সিলভাদের দুরন্ত বোলিং, ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2019 11:26 PM (IST)
দুরন্ত কামব্যাক শ্রীলঙ্কার। বিশ্বকাপের লো স্কোরিং ম্যাচে তীব্র লড়াইয়ের পর ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। ৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়েগিয়েছিল তারা।
LEEDS, ENGLAND - JUNE 21: Lasith Malinga of Sri Lanka appeals succesfully for the wicket of Jos Buttler of England during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between England and Sri Lanka at Headingley on June 21, 2019 in Leeds, England. (Photo by Clive Mason/Getty Images)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -