কলকাতা: সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে মামলা দায়ের হয়েছিল সলমন খানের বিরুদ্ধে (Salman Khan)। সেই মামলায় বেকসুর খালাস পেলেন বলিউডের 'ভাইজান'। ২০১৯ সালের এই ঘটনায় মঙ্গলবার সলমনকে বেকসুর খালাস দিল বোম্বে হাইকোর্ট।
২০১৯ সালে সলমন খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন জনৈক সাংবাদিক অশোক পাণ্ড সলমন খান ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন সলমন। সেই দৃশ্যেরই ভিডিও করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু তা চোখে পড়তেই সাংবাদিকের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হয় ও দুর্ব্যবহার করা হয় তাঁর সঙ্গে। এমনকি তাঁকে মারা হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন ওই সাংবাদিক।
এই অভিযোগের ভিত্তিতে একটি বয়ান দেন সলমন খানের দেহরক্ষী। তাঁর দাবি ছিল, ওই সাংবাদিককে কিছুই বলেননি সলমন। এই ঘটনায় অভিনতার তরফ থেকে জানানো হয়েছিল, পুলিশি তদন্ত ছাড়াই কেবল অভিযোগকারীর বয়ানের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ও ৫০৬ ধারায় সলমন ও তাঁর দেহরক্ষীকে অভিযুক্ত করা হয়েছে। এর ফলে, মঙ্গলবার নিম্ন আদালতের সেই রায়ই এবার বাতিল করে দিল বম্বে হাইকোর্ট।
সদ্য লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি চিঠি পেয়েছিলেন সলমন খান। এরপর সেই হুমকি চিঠি পাঠানোর জন্য ২৭ মার্চ মুম্বই ও যোধপুর পুলিশের যৌথ উদ্য়োগে গ্রেফতার করা হয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ধাকড়রাম বিষ্ণোইকে। ওই ব্যক্তির বয়স মাত্র ২১ বছর। সলমনকে হুমকি ই মেল পাঠানো হয়েছিল গত ১৮ মার্চ। সেখানে লেখা হয়েছিল, ‘মুসেওয়ালার থেকেও খারাপ পরিণতি হবে।’ কথা না শুনলে ‘ঝটকা’ খাবেন। আপাতত মুম্বই পুলিশের হেফাজতে রয়েছে ওই ব্যক্তি।
এই হুমকি মেল পাওয়ার পর থেকেই আঁটোসাঁটো করা হয়েছিল সলমনের নিরাপত্তা। হুমকি ই-মেল পাওয়ার পরেই একটি এফআইআর করা হয়েছিল নায়কের টিমের তরফ থেকে। এই এফআইআরও রুজু করা হয় বান্দ্রা থানায়। আর 'ভাইজান' এর আবাসস্থল বিলাসবহুল গ্যালেক্সি আবাসনে আরও জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। ২৪ ঘণ্টা পাহাড়ায় থাকছে পুলিশ, জমায়েত অনুমতি দেওয়া হচ্ছে না অনুরাগীদেরও।
কাজের ক্ষেত্রে, এখন 'টাইগার ৩' (Tiger 3) নিয়ে ব্যস্ত সলমন। আগামী মাসেই এই ছবির জন্য শাহরুখের সঙ্গে একটি শ্যুটিং থাকার কথা তাঁর। 'পাঠান'-এর পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে শাহরুখ-সলমনের জুটি নিয়ে।
আরও পড়ুন: Bholaa Movie Box Office: প্রথম দিনে ১৫ কোটির ব্যবসা? 'ভোলা'র বক্স অফিস কালেকশন কত?