কলকাতা: বাবা সিদ্দিকির মৃত্যুর পরে নিরাপত্তা বেড়েছে সলমন খানের (Salman Khan)। লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং বাবা সিদ্দিকির মৃত্যুর দায় স্বীকার করেছে। ঘটনায় গ্রেফতারিও চলছে। আর এই লরেন্স বিষ্ণোইয়ের নজরে দীর্ঘদিন ধরেই রয়েছেন সলমন খান। এর আগে তাঁর বাড়ির সামনে গুলিও চলেছিল। একাধিক হুমকি চিঠিও পেয়েছিলেন সলমন খান। এর মধ্যে নবতম সংযোজন হয়েছে আজ সকালেই পাওয়া একটা হুমকি চিঠি। সেখানে বলা হয়েছে ৫ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ অবস্থা হবে সলমন খানের। আর এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে থানাতেও। আর এবার, নিরাপত্তা বাড়াতে নতুন পদক্ষেপ নিলেন সলমন। 


কী করলেন সলমন? শোনা যাচ্ছে, সলমন সদ্য দুবাই থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি আনিয়েছেন। সিধু মুসেওয়ালাকে খুন করা হয়েছিল তাঁর নিজের গাড়ির মধ্যেই। আর সেই কারণেই সলমন বিশেষ করে তাঁর গাড়ির নিরাপত্তা বাড়িয়েছেন। এই গাড়িটি অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত ও এই গাড়িটির বাজার চলতি দাম , ২ কোটি টাকা। তবে সলমন নিজের নিরাপত্তার জন্য এই গাড়িটি আনিয়েছেন। বরত্মানে এই গাড়িটিই অন্যতম হয়ে থাকবে সলমনের কনভয়ের। প্রসঙ্গত, সলমনের ইতিমধ্যেই একাধিক বুলেটপ্রুফ গাড়ি রয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল দুবাই থেকে আনা এই গাড়ি। 


আজ এই পরিস্থিতির মধ্যেই বিগ বস-এর শ্যুটিংয়ে গিয়েছিলেন সলমন খান। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে এদিন ছিলেন ৬০ জন নিরাপত্তারক্ষী। বিগ বসের সেটেও বিশেষ কড়াকড়ি রয়েছে। শ্যুটিং চলাকালীন কাউকে সেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেট থেকে বেরতেও দেওয়া হচ্ছে না। আধার কার্ড দেখিয়ে তবেই তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। সেটে যথা সম্ভব কম মানুষজন রাখা হয়েছে। প্রসঙ্গত আজ সকালেই ফের একটি হুমকি পেয়েছেন সলমন খান। সেটা নিয়ে থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে। এই হুমকিতে বলা হয়েছিল, ৫ কোটি টাকা না দিলে লরেন্স বিষ্ণোইয়ের থেকেও খারাপ অবস্থা হবে।


আরও পড়ুন: Salman Khan: সলমন খানকে বাঁচাতে গিয়েই মৃত্যু হয়েছে বাবা সিদ্দিকির? মুখ খুললেন সেলিম খান


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।