মুম্বই: আসন্ন ছবি টিউবলাইট-এর প্রিমিয়ারে সলমন খান যে কাণ্ড করেছেন, তা বোধহয় একা তাঁকেই সাজে। অনুষ্ঠানে বসে বসে বোর হচ্ছিলেন হয়তো, তাই নিজের জিনসের সুতো ছিঁড়ে বার করে খেতে শুরু করলেন তিনি। দেখুন ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিও Being Human launches edible jeans. pic.twitter.com/v1bhHNesGz&mdash Godman Chikna (@Madan_Chikna) May 31, 2017