কলকাতা: গানে ব্যবহৃত ছোটদের পদ্য, আর তারই বিরোধিতা করে শিশুদের সংস্থার তরফ থেকে খোলা চিঠি পাঠানো হল টিম 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan)-কে! নতুন ছবির নতুন গান 'লেটস ডান্স ছোটু মোটু' (Let's Dance Chotu Motu) গানটি শোনা গিয়েছে সলমনের কন্ঠেই। কিন্তু সেই সঙ্গে এই গানে দেখা মিলল ইয়ো ইয়ো হানি সিংহেরও (Yo Yo Honey Singh)। গানের মধ্যেই ব্যবহৃত হয়েছে 'ট্যুইঙ্কল ট্যুইঙ্কল লিটল স্টার (Twinkle Twinkle Little Star)', 'জ্যাক অ্যান্ড জিল (Jack and Jill)' বা 'হাম্পটি ডাম্পটি'র (Humpty Dumpty মতো ছড়া। আর তাতে আপত্তি জানিয়েই আর্লি চাইল্ডহুড অ্যাসোসিয়েসনের (Early Childhood Association) সলমনের উদ্দেশে চিঠি পাঠায়।
ছবির গানে ছোটদের ছড়া ব্যবহার করা নিয়ে আরও চিন্তাশীল হওয়া উচিত সলমনের, দাবি ওই সংস্থার। চিঠিতে আবেদন জানানো হয়েছে, ছবির গান থেকে যেন অর্থহীন এই সমস্ত ছড়াকে সরানো হয়। ডঃ শ্বাতী পোপাত ভাত বলেন, 'যে সময়ে দাঁড়িয়ে বাবা-মা ও শিক্ষক শিক্ষিকারা এই সমস্ত আদ্যিকালের, অর্থহীন ছড়া থেকে শিশুদের দূরে রাখতে চাইছেন, সেখানে সলমনের মতো একজন তারকার ছবির গানে এই ধরণের ছড়া থাকাটা শোভা পায় না। এরপর তো মায়েরা তাঁদের শিশুদের খাওয়াতে খাওয়াতে এই গানটিই গাইবেন। সলমন শিশুদের মধ্যে খুবই জনপ্রিয়। আর তাই, শিশু সংক্রান্ত যে কোনওরকম পদক্ষেপ নেওয়ার আগে সলমনের বা তাঁর টিমের আরও ভাবনাচান্তা করা উচিত।'
এখনও পর্যন্ত ছবির এই গানটি নিয়ে কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি। এখনও পর্যন্ত ৬ কোটির ব্যবসা করেছে সলমনের নতুন এই ছবি।
প্রসঙ্গত, সদ্য দুবাইতে গিয়েছিলেন সলমন। মেরুন শার্ট ও কালো প্যান্ট পরেছিলেন অভিনেতা। বয়স আটান্ন ছুঁই ছুঁই হলেও তিনি এখনও সমান নায়কোচিত। ঘুরে ঘুরে অনুরাগীদের সঙ্গে সেলফি নিচ্ছিলেন তিনি। আর 'কিসি কা ভাই কিসি কি জান'-এর প্রচারের সেই অনুষ্ঠানেই সলমনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন সলমনের দুবাইয়ের এক অনুরাগী। তিনি সরাসরি সলমনকের কাছে জানতে চান, তাঁকে সলমন বিয়ে করবেন কি না। হঠাৎ এই প্রশ্নে সলমন কি উত্তর দেবেন বুঝে উঠতে পারেন না। মাইক হাতে একেবারে চুপ ভাইজান। তখনই আরও এক অনুরাগী বলে ওঠেন, না সলমন... বিয়ে কোরো না। কিছুটা যেন স্বস্তি পেয়েই সলমন সম্মতি জানান সেই কথায়। বলেন, 'ঠিক ঠিক...'
আরও পড়ুন: Zeenat Aman: কাজ না পেয়ে হতাশা গ্রাস করছিল, দেব আনন্দ বদলে দিয়েছিলেন জিনাতের জীবন!