কলকাতা: 'হরে রাম হরে কৃষ্ণ'-র জিনাত আমন (Zeenat Aman)-কে মনে নেই, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু ঠিক কীভাবে এই ছবিতে সুযোগ পেয়েছিলেন তিনি? সোশ্য়াল মিডিয়ায় এবার পুরনো ছবি শেয়ার করে সেই গল্পই তুলে আনলেন খোদ জিনাত আমনই।


জিনাত লিখছেন, 'যখন কেউ বলিউডে পা রাখেন, তখন অপেক্ষায় থাকে একজন স্টারমেকারের। যে খুঁজে নেবে একজন শিল্পীর ভিতরের লুকিয়ে থাকা তারককে। অনেকে সেই মানুষটাকে খুঁজে পান, অনেকের আবার খুঁজতে খুঁজতে পেরিয়ে যায় গোটা কেরিয়ার। অনেকে অবশ্য কেবলমাত্র নিজের মেধায় ভর করেই জায়গা করে নিতে পেরেছেন। আমার বলিউড সফরেরও শুরু হয়েছিল এমন একজন স্টারমেকারের হাত ধরে। তিনি দেব সাব (দেব আনন্দ)।'


জিনাত আরও লিখছেন, 'হালচাল ছবিতে আমায় সুযোগ দেওয়া হয়েছিল। সেখান থেকে সামান্য পরিচিতি পেয়েছিলাম আমি। কিন্তু এরপরে আর কাজ পাচ্ছিলাম না। মুম্বইতে বসে তখন কার্যত আমি ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি বাবা-মায়ের কাছে, বাড়ি ফিরব বলে। ঠিক সেইসময়ে 'হরে রাম হরে কৃষ্ণ' ছবির জন্য কাস্টিং করছিলেন দেব সাব ও তাঁর টিম। সেইসময় আমার প্রথম কাজের পরিচালকই তাঁকে বলেন, আমার সঙ্গে যেন দেখা করেন দেব আনন্দ। আমার ভীষণ স্পষ্টভাবে মনে আছে, সেদিন কী পরেছিলাম আমি। একটা হলুদ টপের সঙ্গে রঙিন স্কার্ট পরেছিলাম। হলুদ ফ্রেমের একটা চশমা। সেই মিটিংয়ে আমার মা-ও ছিলেন। আমি তখনও কিশোরী। এর কিছুদিন পরে আমায় স্ক্রিন টেস্টে ডাকা হয় আর আমি ছবির জন্য মনোনীত হই।'


জিনাত লিখছেন, 'গল্পের শেষ এখানেই হয় না। আমার পরিবার দেশ ছাড়ার জন্য তৈরি হচ্ছিল। কিন্তু দেব সাব আমার মা-কে অনুরোধ করেছিলেন, যাতে আমাদের যাওয়াটা স্থগিত করা যায়। কাঠমান্ডুতে চলে যাওয়ার বদলে, আমরা একটি হোটেলে অপেক্ষা করতে লাগলাম কবে আমায় শ্যুটিংয়ে ডাকবে। ডাক এল দীর্ঘদিন পরে। প্রথম দৃশ্য ছিল একটা বাসের। নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া ছিলাম আমি সেসময়ে। এখনকার সময়ের মতো তাড়াতাড়ি শ্যুটিং তখন হত না। কোনও কোনও শ্যুটিংয়ে আবার ২-৩ বছর পর্যন্তও সময় লেগে যেত। অধৈর্য্য হয়ে একবার আমি মুম্বই ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছিলাম। কিন্তু তখনও আমাদের আটকে দেন দেব সাব। অবশেষে ছবিটির শ্যুটিং হয়, মুক্তি পায় ও জনপ্রিয়ও হয়। সেই ছবিই তারকা করল আমায়। সঙ্গে সঙ্গে আমার শহর ছাড়ার পরিকল্পনাও পিছিয়ে গেল। আর আমায় নিয়ে মনে মনে নতুন ছবির পরিকল্পনা শুরু করে দিলেন দেব সাব।'


আরও পড়ুন: Shaan on Social Media Controversy: ফেজ টুপি পরে ঈদের শুভেচ্ছা জানাতেই বিতর্ক, উত্তরে শান বললেন...