নয়াদিল্লি: হায়দরাবাদে পশু চিকিৎসক তরুণীর গণধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশ। সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ, প্রতিবাদ সর্বত্র। ব্যতিক্রম নয় বলিউডও। ঘটনার নিন্দা করে ট্যুইট করেছেন সলমন খানও।
লিখেছেন, "এরা মানুষের চেহারায় নিকৃষ্টতম সমাজশত্রু"।


তিনি আরও লিখেছেন, নির্ভয়া বা প্রিয়ঙ্কার মতো মেয়েদের সঙ্গে ঘটে যাওয়া এই ধরনের ঘৃণ্য ঘটনার প্রতিবাদে এবার সকলের এক হয়ে লড়া দরকার, যাতে আর কোনও মেয়ের সঙ্গে এমনটা না ঘটে।
''‘বেটি বাঁচাও’ যেন শুধু আর প্রচার হয়ে না থাকে। সময় এসেছে এইসব দুষ্কৃতীদের জানান দেওয়ার যে, আমরা সবাই একসঙ্গে আছি।''


'' কবে ভারতের মেয়েরা সঠিক বিচার পাবে? '', প্রশ্ন তুলেছেন অভিনেতা অনিল কপূর।


'' এবার সকলে একত্রে এই ধরনের ঘটনা আটকাতে হবে। কেন নিরপরাধ মেয়েদের সহজেই ক্ষতি করতে পারবে এইসব দুষ্কৃতীরা? কেন এরা আইনের ভয় পায়না? '', ট্যুইট বরুণ ধবনের।