আপাতত বক্স অফিসে ‘ভারত’- এর সাফল্য বেশ উপোভোগ করছেন সলমন। আগামী দিনে সঞ্জয় লীলা ভনশালী-র ছবি ‘ইন-শাহ-আল্লা’-য় দেখা যাবে তাঁকে। বিশেষজ্ঞদের ধারণা, দুই ছবির ভালই লড়াই হবে। সলম নের নিজস্ব বিরাট ফ্যান ফলোইং রয়েছে। ওদিকে অ্যাশ আর অনিল কপূরেরও ফলোয়ার যথেষ্ট। ফলে বক্স অফিসের রেজাল্ট হবে যথেষ্ট ইন্টারেস্টিং।
আপাতত বক্স অফিসে ‘ভারত’- এর সাফল্য বেশ উপোভোগ করছেন সলমন। আগামী দিনে সঞ্জয় লীলা ভনশালী-র ছবি ‘ইন-শাহ-আল্লা’-য় দেখা যাবে তাঁকে।