মুম্বই: বলিউডের সুপারস্টার সলমন খানের বান্ধবী বলে কথা, তিনি কী কখনও ভাড়া বাড়িতে থাকতে পারেন! স্বাভাবিক ভাবেই সলমন যাঁকে গোটা বলিউড ‘দিল দরিয়া’ বলেই জানেন, তিনি কখনও তাঁর প্রেমিকা ইউলিয়া ভান্তুরকে দিনের পর দিন ভাড়া করা ফ্ল্যাটে থাকতে দিতে পারেন। সম্প্রতি শোনা যাচ্ছে ইউলিয়াকে একটি সুন্দর অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন সলমন।
গত দুবছর ধরেই সলমন-ইউলিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। মাঝে শোনা গিয়েছিল, ভেঙে গিয়েছে ভাইজানের এই সম্পর্কটিও। রোমানিয়া চলেও গিয়েছিলেন ইউলিয়া। কিন্তু গত নভেম্বরই ফের মুম্বইয়ে ফিরে আসেন তিনি। এরপর দিন কয়েক আগে সলমনের ভাগ্নে আহিলের একবছরের জন্মদিন পালনের জন্যে ইউলিয়া সহ সপরিবারে মলদ্বীপ উড়ে গিয়েছিলেন ভাইজান। সেখানে তাঁদের দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বলে খবর ছিল। এরপরই সাল্লু মিঞা তাঁর বান্ধবীকে এই উপহারটি দিলেন।
তবে ঠিক কোন জায়গায় অ্যাপার্টমেন্টটি কেনা হয়েছে, সেবিষয়ে সঠিক কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। সূত্রের খবর, সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছাকাছি কোনও এলাকাতেই থাকছেন ইউলিয়া।
বান্ধবী ইউলিয়া থাকবেন ভাড়া বাড়িতে, তাও কী হয়, অ্যাপার্টমেন্ট উপহার দিলেন সলমন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Apr 2017 02:41 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -