মুম্বই: প্রতিশ্রুতি পূরণ করে মহারাষ্ট্রের বন্যাকবলিত খিরদারপুর গ্রামের একাধিক বাড়ি পুনর্নির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সলমন খান। ২০১৯ এ বন্যায় বিধ্বস্ত হওয়ার পর তিনি গ্রামটি দত্তক নিয়েছিলেন। তাঁর সৌজন্যে এবার গ্রামের ভেঙে যাওয়া বাড়িগুলি ফের তৈরির কাজ শুরু হয়েছে বলে জানালেন মহারাষ্ট্র সরকারের ক্যাবিনেট মন্ত্রী রাজেন্দ্র পাতিল ইয়াদরাভকর। সলমনের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, তাঁর সাহায্যে ৭০টি পরিবারের তাদের গৃহ পুনর্নির্মাণ সম্ভব হয়েছে।


এর আগেও সলমন নিজের বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক কাজকর্মে সাহায্য করেছেন। অসংখ্য় প্রান্তিক পরিবারের বিপন্ন বাচ্চাদের পড়াশোনা, শরীর-স্বাস্থ্যের দায়দায়িত্ব পালনে শুরু হয় ওই ফাউন্ডেশন। মুম্বইয়ের বিভিন্ন অ-লাভজনক সংস্থার সুপারিশ করা কিছু পড়ুয়ার পড়াশোনার খরচ মেটানোর প্রতিশ্রুতি দিয়েছে তারা, কিছু শারীরিক প্রতিবন্ধী বাচ্চার জন্য কর্মসূচি নিয়েছে।
সলমনের রাধে-ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিটি ঈদে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-১৯ জনিত পরিস্থিতি, লকডাউনের জেরে তা স্থগিত থাকে। কভি ঈদ, কভি দিওয়ালি, কিক-টু, টাইগার-থ্রি—এই ছবিগুলিও সলমনের পরিকল্পনায় রয়েছে। ইতিমধ্যেই সলমন বিগ বস-এর নতুন সিজন নিয়ে ফিরছেন। বিগ বস ১৪-র প্রোমোও ইতিমধ্যেই বেরিয়েছে।