এর আগেও সলমন নিজের বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক কাজকর্মে সাহায্য করেছেন। অসংখ্য় প্রান্তিক পরিবারের বিপন্ন বাচ্চাদের পড়াশোনা, শরীর-স্বাস্থ্যের দায়দায়িত্ব পালনে শুরু হয় ওই ফাউন্ডেশন। মুম্বইয়ের বিভিন্ন অ-লাভজনক সংস্থার সুপারিশ করা কিছু পড়ুয়ার পড়াশোনার খরচ মেটানোর প্রতিশ্রুতি দিয়েছে তারা, কিছু শারীরিক প্রতিবন্ধী বাচ্চার জন্য কর্মসূচি নিয়েছে।
সলমনের রাধে-ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিটি ঈদে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-১৯ জনিত পরিস্থিতি, লকডাউনের জেরে তা স্থগিত থাকে। কভি ঈদ, কভি দিওয়ালি, কিক-টু, টাইগার-থ্রি—এই ছবিগুলিও সলমনের পরিকল্পনায় রয়েছে। ইতিমধ্যেই সলমন বিগ বস-এর নতুন সিজন নিয়ে ফিরছেন। বিগ বস ১৪-র প্রোমোও ইতিমধ্যেই বেরিয়েছে।