Salman Khan Firing Case: সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় নিত্যদিন নতুন নতুন খবর। এই মামলায় (Salman Khan House Firing) গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজন ভিকি গুপ্তা (২৪), সাগর পাল (২১) এবং অনুজ থাপন (৩২) পুলিশি হেফাজতে ছিলেন। সম্প্রতি জানা গিয়েছে এই তিনজন ধৃতের মধ্যে একজন আত্মহত্যার চেষ্টাও করেছেন। অনুজ থাপন নামের সেই ধৃতের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। তবে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই অনুজ থাপনের মৃত্যু ঘটে।  


কখন গুলি চলেছিল সলমন খানের বাড়িতে


১৪ এপ্রিল রবিবার মুম্বইয়ের বান্দ্রায় সলমন খানের বাড়ি গ্যালাক্সিকে লক্ষ্য করে গুলি (Salman Khan House Firing) চলে তিন রাউন্ড। জানা যায় দুই ব্যক্তি বাইকে করে এসে সলমনের বাড়ির বাইরে গুলি চালায়। পুলিশ এই গুলিকাণ্ডে তিনজনকে গ্রেফতার করে। তাঁদের মধ্যে দুই অভিযুক্ত তিনবার পোশাক পরিবর্তন করেছিলেন যাতে পুলিশের চোখে ধরা না পড়ে। পুলিশ আদালতকে জানিয়েছে, তাঁদের কাছে ৪০টি গুলি পাওয়া গিয়েছে। এমনকী সলমনের বাড়ির বাইরে গুলি চালানোর দায় সমাজমাধ্যমে নিয়েছিলেন লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল। ৪ মে পর্যন্ত এই মামলায় অভিযুক্ত ভিকি গুপ্তা, সাগর পাল এবং অনুজ থাপনকে পুলিশি হেফাজতে রাখার কথা জানানো হয়েছিল।


সলমনের সঙ্গে দেখা করেন একনাথ শিণ্ডে


সলমনের বাড়ির বাইরে গুলি (Salman Khan House Firing) চালানোর ঘটনায় স্বাভাবিকভাবেই আশঙ্কিত ছিলেন তাঁর পরিবারের সদস্য এবং অনুরাগীরা। তাঁর ভাই আরবাজ খান সংবাদমাধ্যমকে একটি বিবৃতিতে জানান যে, তিনি এই ঘটনায় অবাক হয়েছেন এবং আশঙ্কা প্রকাশ করছেন। ঘটনার পর সলমন খানের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। বাড়িতে গিয়ে সন্ত্রাসবাদীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন একনাথ শিণ্ডে এবং সলমন খানের নিরাপত্তা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।


লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে যোগ


পুলিশ এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ধারণা করছে অভিযুক্ত তিনজনের সঙ্গেই সরাসরিভাবে যোগ রয়েছে লরেন্স বিষ্ণোই এবং তাঁর ভাই আনমোল বিষ্ণোইয়ের। অপহরণ, খুন এমনকি চোরাচালানের ঘটনায় ইতিমধ্যেই জেলবন্দি লরেন্স। গত মাসেই মুম্বইয়ের অপরাধ দমন শাখা লরেন্স ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে এই গুলিকাণ্ডের ঘটনায় শক্তপোক্ত প্রমাণ পেয়েছেন।


নিরাপত্তা ছিল ২০২২ থেকেই


২০২২ সাল থেকেই সলমন খানের বাড়িতে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল। লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার এই দুই সন্ত্রাসবাদীদের কাছ থেকে খুনের হুমকি পাওয়ার পরেই এই নিরাপত্তা বাড়ান হয়। সরকারের অনুমোদনক্রমে একটি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন এবং অস্ত্র-সজ্জিত গাড়ি চালান এখন সলমন খান।


আরও পড়ুন: Salman Khan Firing Case: 'এখানে কোনও গুন্ডামি চলবে না', সলমনের সঙ্গে দেখা করে আরও কী বার্তা একনাথের ?