মুম্বই: 'এক থাক টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়'-র পর আসছে তৃতীয় ছবি 'টাইগার থ্রি' (Tiger 3)। শোনা যাচ্ছে 'কিক টু'-এর কথাও। বলিউডে বেশ কিছু ছবির সিক্যুয়েল আসছে শীঘ্রই। সেখানে পিছিয়ে নেই ভাইজানও (Salman Khan)। সম্প্রতি ছবি নির্মাতা রাজামৌলীর আগামী ছবি 'ট্রিপল আর'-এর স্পেশাল ইভেন্টে নিজের বেশ কয়েক বছর আগের মুক্তি পাওয়া বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়া ছবির সিক্যুয়েলের অফিশিয়াল ঘোষণা করলেন সলমন খান। এবার কোন ছবি সিক্যুয়েল নিয়ে আসতে চলেছেন পর্দার 'রজরঙ্গী ভাইজান'?


২০১৫-তে বলিউডে মুক্তি পেয়েছিল জনপ্রিয় কমেডি ড্রামা। ৬ বছরের এক পাকিস্তানি মূক কন্যা কোনওভাবে বাবা-মায়ের থেকে আলাদা হয়ে ভারতে চলে আসে। দুদেশের বর্ডার পেরিয়ে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার নানা কর্মকাণ্ড দর্শক দেখেছিল পর্দায়। ছোট্ট পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছিল হর্শালি মলহোত্র। আর যিনি সেই শিশুকন্যাকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নেন, তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খান। ঠিকই ধরেছেন। 'বজরঙ্গী ভাইজান' (Bajrangi Bhaijaan)। সম্প্রতি 'ট্রিপল আর' ছবির স্পেশাল ইভেন্টে এই ছবিরই সিক্যুয়েলের ঘোষণা করে দিলেন সলমন খান। আসছে 'বজরঙ্গী ভাইজান টু' (Bajrangi Bhaijaan 2)।


আরও পড়ুন - Drugs Case: অগাস্ট থেকে জেলবন্দি আরমান কোহলি, আজকের শুনানিতে কী রায় দিল বম্বে হাইকোর্ট?


এদিন 'ট্রিপল আর' ছবির স্পেশাল ইভেন্টে সলমন খান বলেন, 'রাজামৌলী এবং তাঁর বাবার সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং সম্পর্ক রয়েছে। তিনি 'বজরঙ্গী ভাইজান' ছবির গল্প লিখেছিলেন। আশা করছি আমরা ফের একসঙ্গে 'বজরঙ্গী ভাইজান টু' ছবিতে কাজ করব।' সলমন খানের এমন ঘোষণার পরই ইভেন্টের সঞ্চালক কর্ণ জোহর জিজ্ঞাসা করেন যে, তাহলে কি তিনি 'বজরঙ্গী ভাইজান'-এর সিক্যুয়েলের ঘোষণা করলেন? উত্তরে ভাইজান বলেন, 'হ্যাঁ। তবে এখন আমাদের 'ট্রিপল আর'-এর উপর বেশি নজর দেওয়া প্রয়োজন।'



সলমন খানের এমন ঘোষণার পরই উচ্ছ্বসিত অনুরাগীরা। তাঁরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে নানারকম পোস্ট করতে শুরু করে দিয়েছেন। যদিও কবে থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে বা কবে এই ছবি মুক্তি পাবে, সে সম্পর্কে এখনও কিছু জানাননি অভিনেতা।