মুম্বই: তিনি নিজে ‘দঙ্গল’ দেখেননি। তবে বাড়ির লোক বলেছেন, দারুণ হয়েছে। সে কথাই টুইটারে নিজস্ব ভঙ্গিতে জানালেন সলমন খান। সঙ্গে কিছু স্বীকারোক্তি





বলিউডের বন্ধুবান্ধবদের জন্য ‘দঙ্গল’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন আমির।

ছবি দেখে সকলেই মুগ্ধ। রণবীর সিংহ থেকে কৃতি শ্যানন, আর্শাদ ওয়ার্সি-প্রত্যেকে উচ্ছ্বসিত ‘দঙ্গল’ দেখে।