সলমন কোনও ছবির প্রচার করলে তা ‘শুভ’, দাবি ইমতিয়াজ আলির
ABP Ananda, Web Desk | 17 Dec 2016 05:21 PM (IST)
মুম্বই: সলমন খান যদি কোনও ছবির প্রচার শুরু করেন, তবে তা ‘শুভ’। দাবি পরিচালক ইমতিয়াজ আলির। অল্পদিন আগে ইমতিয়াজের আগামী ছবির কথা টুইটারে জানান সলমন। ছবি মুক্তির তারিখও নির্ধারণ করে দেন। এ নিয়ে প্রশ্ন করলে ইমতিয়াজ বলেন, সলমন যে ওই টুইট করেছেন, তা তাঁর মহত্বের পরিচয়। এটা অত্যন্ত সুখের কথা। সলমনের হাত দিয়ে ছবির প্রচার শুরু হওয়া ‘শুভ’। যে ছবিটির প্রচার শুরু হয় সলমনের হাত দিয়ে, আপাতত তার নাম রাখা হয়েছে ‘দ্য রিং’। অভিনয়ে শাহরুখ খান ও অনুষ্কা শর্মা। ছবিতে শাহরুখ একজন ট্যুরিস্ট গাইড, বেশিরভাগটাই শ্যুট হয়েছে বুদাপেস্টে।