মুম্বই : মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের পর ফের হুমকি দেওয়া হল অভিনেতা সলমন খানকে। নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ বলে দাবি করে, মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তার পাঠায়  জনৈক ব্যক্তি। 


লরেন্স বিষ্ণোই-এর সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা শেষ করতে সলমনকে ৫ কোটি টাকা দিতে হবে বলে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজে। টাকা না দিলে সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকের থেকে খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। 


১২ অক্টোবর সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা সিদ্দিকিকে বান্দ্রায় তার বিধায়ক তার ছেলে জিশান সিদ্দিকের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত শুভম লোনকার সোশ্যাল মিডিয়ায় দাবি করে সিদ্দিকিকে  হত্যা করার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং-ই ! গত কয়েক মাস ধরে সলমন খান লাগাতার বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি পেয়েছেন। গত ১৪ এপ্রিল বান্দ্রায় অভিনেতার বাড়ির বাইরে দুই বন্দুকধারী পাঁচ রাউন্ড গুলি চালায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এর কয়েকমাস পরেই সলমন -ঘনিষ্ঠের হত্যা। ১৯৯৮ সালে সলমন খানের কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডের পর থেকেই বিষ্ণোই গ্যাং টার্গেট ভাইজান।  এই বিষ্ণোই  সম্প্রদায়ের আরাধ্য এই কৃষ্ণসার হরিণ। তাই অভিনেতার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য বদ্ধপরিকর বিষ্ণোই গ্যাং।  


এখন সলমন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় তাঁর নতুন ছবি 'সিকন্দর'এর জন্য। এখন আশঙ্কা, নিরাপত্তার জন্য কি  শ্যুটিং পিছিয়ে দিতে পারেন সলমন ? বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই বাড়ানো হয়েছে সলমন খানের নিরাপত্তা। তবুও ক্রমেই ঘন হচ্ছে আশঙ্কার মেঘ। যদিও সলমনের ঘনিষ্ঠ মহলের দাবি, কাজ তিনি বন্ধ করছেন না। যে কোনও পরিস্থিতিতেই কাজ চালিয়ে যাবেন তিনি।                                           


আরও পড়ুন :


সলমনকে খুন করার জন্য পাকিস্তান থেকে আনা হয়েছিল অস্ত্র, দেওয়া হয়েছিল ২৫ লক্ষ টাকা! 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।