ভিডিও-র একদম শুরুতে দেখা যাচ্ছে, কেক কাটছেন জগ্গি। সলমন সহ সবাই জন্মদিনের গান গাইছেন। জগ্গি সলমনকে খাওয়াতে যান। মুখও খোলেন তিনি। কিন্তু কেক না খেয়েই মুখ ফিরিয়ে নেন সলমন। সবাই হেসে ওঠেন। বরাবরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে মজার সম্পর্ক তাঁর। মাঝেমধ্যে একসঙ্গে সময়ও কাটান তাঁরা। তাঁর বহু দিনের পুরনো নিরাপত্তারক্ষী শেরা বলেছিলেন, যতদিন বেঁচে আছি, ততদিন ভাইয়ের সঙ্গে থাকব। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেরা বলেন, আমাকে কখনও ভাইয়ের পাশে দেখা যায় না। আমি সবসময় ভাইয়ের সামনে থাকি। যাতে যে কোনও আঘাত আগে আমার উপরই আসে।
২০১১ সালে বডিগার্ড ছবিতে অভিনয় করেন সলমন খান। যদিও সেই ছবি শেরার উপর ভিত্তি করে হয়নি। কিন্তু কিছু বৈশিষ্ট্য বেছে নেওয়া হয়েছিল। তবে এই ছবি শেরার চরিত্রের উপর নির্ভর করে হলে কেমন হত? ২০১১ সালে এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয় সলমন খানকে। তার উত্তরে ভাইজান জানান, একজন নিরাপত্তারক্ষী হিসেবে যথেষ্ট কর্মঠ তিনি। অত্যন্ত বিশ্বাসী এবং বুদ্ধিমান মানুষ। কিন্তু সিনেমার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কারণ সবটাই সংলাপ নির্ভর। আমি শুধু একটা বৈশিষ্ট্য বেছে নিয়েছি, তা হল বিশ্বাসী মনোভাব।